সপ্তম অধ্যায় : সরল সমীকরণ (গণিত), সপ্তম শ্রেণি

 

 

 

 

 

প্রশ্ন-১। সরল সমীকরণের অজ্ঞাত রাশির সর্বোচ্চ ঘাত কত?

উত্তরঃ ১।

 

প্রশ্ন-২। চলক কাকে বলে?

উত্তরঃ সমীকরণের অজ্ঞাত রাশিকে চলক বলে।

 

প্রশ্ন-৩। সমীকরণ কাকে বলে?

উত্তরঃ চলক, প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে।

 

 

 

 

 

 

 

 

প্রশ্ন-৪। সমীকরণের মূল কাকে বলে?
উত্তরঃ সমীকরণ সমাধান করে চলকের যে মান পাওয়া যায়, তাকে সমীকরণের মূল বলে। এই মূল দ্বারা সমীকরণ সিদ্ধ হয় বা দুইপক্ষ সমান হয়।

প্রশ্ন-৫। গুণের বর্জন বিধি কাকে বলে?
উত্তরঃ কোন সমীকরণের উভয় পক্ষ থেকে সাধারণ উৎপাদক বাদ দেওয়াকে গুণের বর্জন বিধি বলে।

প্রশ্ন-৬। পক্ষান্তর বিধি কাকে বলে?
উত্তরঃ কোনো সমীকরণের এক পক্ষ থেকে চিহ্ন পরিবর্তন করে অপরপক্ষে নেওয়াকে পক্ষান্তর বিধি বলে।