বৈদ্যুতিক পাওয়ার ও বৈদ্যুতিক এনার্জি কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

বৈদ্যুতিক পাওয়ার কাকে বলে? (What is called Electrical Power?)
কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কোনো পরিবাহক বা তড়িৎ যন্ত্রের মধ্যে দিয়ে তড়িৎপ্রবাহের ফলে পরিবাহক বা তড়িৎ যন্ত্রটি কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বৈদ্যুতিক শক্তি বা বৈদ্যুতিক পাওয়ার বলে৷ যদি V বিভব পার্থক্য বিশিষ্ট কোন পরিবাহকের ভেতর দিয়ে t সময়ে Q পরিমাণ আধান প্রবাহিত হলে কৃতকাজ বা ব্যয়িত শক্তি বা অন্য শক্তিতে রূপান্তরিত শক্তির পরিমাণ, W = VQ।

বৈদ্যুতিক এনার্জি কাকে বলে? (What is called Electrical Energy?)
কাজ করার হার অর্থাৎ একক সময়ে কৃতকাজকে ক্ষমতা বলে। কোনো পরিবাহক বা তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে এক সেকেন্ড ধরে তড়িৎ প্রবাহের ফলে যে কাজ সম্পন্ন হয় তাকে বৈদ্যুতিক ক্ষমতা বা বৈদ্যুতিক এনার্জি বলে। যদি তড়িৎ প্রবাহের ফলে t সেকেন্ডে W জুল পরিমাণ কাজ সম্পন্ন হয়, তাহলে বৈদ্যুতিক এনার্জি P = W/t।