সার্কিট প্যারামিটার কাকে বলে?
বৈদ্যুতিক সার্কিটে ব্যবহৃত উপাদানগুলো যাদের প্রত্যেকের একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করে তাদেরকে সার্কিট প্যারামিটার বলে। যেমন, রোধ, ইন্ডাক্ট্যান্স, ক্যাপাসিট্যান্স।
বিভিন্ন সার্কিট প্যারামিটার এর বর্ণনা।
নিম্নে বিভিন্ন সার্কিট প্যারামিটার এর বর্ণনা দেওয়া হলো–
১. রেজিস্ট্যান্স : পদার্থের যে ধর্মের কারণে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে বাধা দেয়, তার সেই ধর্মকে রেজিস্ট্যান্স বা রোধ বলে। একে R ধরা প্রকাশ করা হয়।
২. ইনডাকট্যান্স : এটি কয়েলের একটি বিশেষ ধর্ম, যা কয়েলে প্রবাহিত কারেন্ট বা কয়েলের চারদিকে ফ্লাক্সের হ্রাস বা বৃদ্ধিতে বাধা দান করে। একে L দ্বারা প্রকাশ করা হয়।
৩. ক্যাপাসিট্যান্স : ক্যাপাসিটেন্স ক্যাপাসিটারের একটি বিশেষ ধর্ম। এ ধর্মের কারণে ক্যাপাসিটরের প্লেটগুলো বিদ্যুৎ শক্তি সঞ্চয় করে রাখে। এর প্রতীক C।
৪. ইম্পিড্যান্স : AC সার্কিটে কারেন্ট প্রবাহে মোট বাধাকে ইম্পিড্যান্স বলে। একে Z দ্বারা প্রকাশ করা হয়।