রক্তের লোহিত রক্ত কণিকায় বিভিন্ন এন্টিজেনের উপস্থিত অনুপস্থিতির উপর ভিত্তি করে রক্তকে যে সকল গ্রুপে ভাগ করা হয়েছে তাদের ব্লাড গ্রুপ (Blood Group) বলে।
ব্লাড গ্রুপ কয়টি ও কি কি?
ব্লাড গ্রুপ চারটি। যথা : A, B, AB এবং O। এদের মধ্যে AB-কে সর্বজনীন গ্রহীতা এবং O-কে সর্বজনীন দাতা বলা হয়।
ব্লাড গ্রুপ পজেটিভ বা নেগেটিভ হয় কেন?
ব্লাড গ্রুপ পজেটিভ বা নেগেটিভ হয় রক্তের লোহিত কণিকায় প্লাজমা মেমব্রেনে Rh ফ্যাক্টরের উপস্থিতি-অনুপস্থিতির ওপর ভিত্তি করে। যদি কোন ব্যক্তির রক্তের লোহিত কণিকায় ‘Rh এগ্লুটিনোজেন’ নামক বিশেষ উপাদান থাকে, তবে ঐ ব্যক্তির রক্তের গ্রুপ পজেটিভ। আর ‘Rh এগুটিনোজেন’ না থাকলে রক্তের গ্রুপ নেগেটিভ হবে।