সালফিউরিক এসিডকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয় কেন?

 

 

 

 

 

 

 

 

 

 

গাঢ় সালফিউরিক এসিডকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয়। কারণ একে বিশুদ্ধ অবস্থায় পাওয়া দুষ্কর। বায়ুর সংস্পর্শে এসে পরিবর্তিত হয়ে যায় অর্থাৎ বায়ুর উপাদান CO2, O2 জলীয়বাষ্প প্রভৃতি দ্বারা H2SO4 আক্রান্ত হয়। আবার রাসায়নিক নিক্তিতে পরিমাপের সময় এর ক্ষতি সাধন করে এবং বায়ুর সংস্পর্শে ভরের পরিবর্তন ঘটায়। তাই এসব কারণে গাঢ় H2SO4-কে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড বলে।