অষ্টম শ্রেণির কৃষিশিক্ষা পঞ্চম অধ্যায়ের প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১। মিশ্র চাষ কাকে বলে?

উত্তরঃ রাক্ষুসে স্বভাবের নয়, খাদ্য নিয়ে প্রতিযোগিতা করে না, জলাশয়ের বিভিন্ন স্তরে বাস করে এবং বিভিন্ন স্তরের খাবার গ্রহণ করে- এসব গুণের কয়েক প্রজাতির মাছ একই পুকুরে একত্রে চাষ করাকেই মিশ্র চাষ বলে।

 

প্রশ্ন-২। গরু কোন জাতের খাদ্য বেশি পরিমাণ খায়?

উত্তরঃ গরু জাবরকাটা প্রাণী হওয়ায় আঁশ জাতীয় খাদ্য বেশি পরিমাণ খায়।

 

প্রশ্ন-৩। মাশরুম কি?

উত্তরঃ মাশরুম হলো এক ধরনের মৃতজীবী ছত্রাকের ফলন্ত অঙ্গ।

 

 

 

 

 

 

 

 

 

 

প্রশ্ন-৪। সংক্রামক রোগ কাকে বলে?
উত্তরঃ যে সকল রোগ রোগাকান্ত পশু হতে সুস্থ পশুর দেহে সংক্রামিত হয় তাকে সংক্রামক রোগ বলে।

প্রশ্ন-৫। উদ্যান ফসল কী?
উত্তরঃ যে সকল ফসল সাধারণত কম বা ছোট জমিতে অর্থাৎ উদ্যানে বা বাগানে স্বল্প পরিসরে বন্যামুক্ত উঁচু এলাকায় চাষ করা হয় সেগুলোই হলো উদ্যান ফসল।

প্রশ্ন-৬। তড়কা কি?
উত্তরঃ তড়কা একটি ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগ। এ রোগ হলে পশু মাটিতে পড়ে যায়। শরীরের তাপমাত্রা ১০৪°–১০৫° ফা. হয় ও গায়ের লোম খাড়া হয়ে যায়। মৃত পশুর নাক, মুখ ও পায়ুপথ দিয়ে রক্ত বের হয়।