অধ্যায়-১৪ : পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন, ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান

প্রশ্ন-১। পরিবেশকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়েছে?

উত্তরঃ ২।

 

প্রশ্ন-২। উদ্ভিদ ও প্রাণীদের বেঁচে থাকার জন্য কী প্রয়োজন?

উত্তরঃ মৌলিক উপাদান।

 

প্রশ্ন-৩। জড় পরিবেশের মূল উপাদান কয়টি?

উত্তরঃ ৩।

 

 

 

 

 

 

 

 

 

 

প্রশ্ন-৪। পরিবেশ কী?

উত্তরঃ আমাদের চারপাশের সকল জড় ও জীব উপাদান নিয়ে গঠিত সিস্টেমই হলো পরিবেশ।

 

প্রশ্ন-৫। জীব কাকে বলে?

উত্তরঃ পরিবেশের সকল সজিব উপাদানকে জীব বলে।

 

প্রশ্ন-৬। জড় পরিবেশ কাকে বলে?

উত্তরঃ মাটি, পানি, বায়ু, আলো, ঘরবাড়ি ইত্যাদি অজীব উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে জড় পরিবেশ বলে।

 

প্রশ্ন-৭। প্রাকৃতিক পরিবেশ কী?

উত্তরঃ প্রাকৃতিকভাবে সৃষ্ট বস্তুগুলো নিয়ে যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেটাই প্রাকৃতিক পরিবেশ।

 

প্রশ্ন-৮। জড় পরিবেশের মূল উপাদানগুলো কী কী?

উত্তরঃ জড় পরিবেশের মূল উপাদানগুলো হলো মাটি, পানি ও বায়ু।

 

প্রশ্ন-৯। মানুষের তৈরি পরিবেশ কী?

উত্তরঃ মানুষ তার প্রয়োজনে ঘর-বাড়ি, বাস-ট্রাক, নৌকা, রাস্তা, সেতু, স্কুল, কলেজ, হাসপাতাল ইত্যাদি তৈরি করে। এগুলোই মানুষের তৈরি পরিবেশ নামে পরিচিত।

 

প্রশ্ন-১০। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম জীব কোনটি?

উত্তরঃ পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম জীব হলো ব্যাকটেরিয়া।

 

প্রশ্ন-১১। পৃথিবীতে সবচেয়ে ক্ষুদ্রতম জীব কী?

উত্তরঃ পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম জীব হলো ব্যাকটেরিয়া।

 

প্রশ্ন-১২। পৃথিবী থেকে বিলুপ্ত হওয়া একটি প্রাণীর নাম লেখ।

উত্তরঃ পৃথিবী থেকে বিলুপ্ত হওয়া একটি প্রাণী হলো ডাইনোসর।

 

প্রশ্ন-১৩। প্রাকৃতিক পরিবেশ কী?

উত্তরঃ প্রাকৃতিকভাবে সৃষ্ট বস্তুগুলো নিয়ে যে পরিবেশ গঠিত তাকে প্রাকৃতিক পরিবেশ বলে।

 

প্রশ্ন-১৪। ভিটামিন B কমপ্লেক্স কী?

উত্তরঃ ভিটামিন B কমপ্লেক্স এক ধরনের ভিটামিন। যা দেহের ভেতরে জমা থাকে না।

 

প্রশ্ন-১৫। জীব উপাদান কাকে বলে?

উত্তরঃ পরিবেশের সকল সজীব উপাদানকে জীব উপাদান বলে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রশ্ন-১৬। অজীব উপাদান কী?
উত্তরঃ পরিবেশের প্রাণহীন উপাদানগুলোই অজীব উপাদান নামে পরিচিত।

প্রশ্ন-১৭। মানুষ প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত?
উত্তরঃ মানুষ প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত।

পরিবেশ কীভাবে গঠিত হয়?
উত্তরঃ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের পরিবেশ দেখা যায়। পরিবেশের ভিন্নতার কারণে বিভিন্ন পরিবেশে বিভিন্ন জীব বসবাস করে। জীবের মধ্যে রয়েছে সকল উদ্ভিদ ও প্রাণী। একটি পরিবেশের জীব ছাড়াও রয়েছে জড় উপাদান। একটি স্থানের সকল জড় ও জীব নিয়েই সেখানকার পরিবেশ গঠিত হয়।

অঞ্চলভেদে উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্যতা দেখা যায় কেন?
উত্তরঃ প্রকৃতির ভিন্ন ভিন্ন অঞ্চলের জলবায়ু, মাটি, পানি, আলো ও অন্যান্য জড় উপাদান এক রকম থাকে না। এসকল জড় উপাদানের বিভিন্নতার কারণেই অঞ্চলভেদে উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্যতা দেখা যায়। যেমন— পাহাড়, বনজঙ্গল, সমুদ্র, মরুভূমি ইত্যাদি অঞ্চলে আলাদা আলাদা উদ্ভিদ ও প্রাণী দেখা যায়।

বিভিন্ন অঞ্চলের জীব বিভিন্ন হয় কেন?
উত্তরঃ একটা স্থানের সকল জড় ও জীব নিয়েই সেখানকার পরিবেশ গঠিত। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ধরনের পরিবেশ আছে। সব জীব সব ধরনের পরিবেশে বাঁচতে পারে না। প্রত্যেক জীবের জন্য তার উপযোগী পরিবেশ দরকার হয়। তা না হলে জীব টিকতে পারে না। পরিবেশের এ বিভিন্নতার কারণে বিভিন্ন অঞ্চলের জীব বিভিন্ন।

পরিবেশ বিপর্যয়ের দুটি কারণ লেখ।
উত্তরঃ পরিবেশ বিপর্যয়ের দুটি কারণ হলো—
i. মানুষের নতুন বসতি স্থাপন, অপরিকল্পিত নগরায়ণ ও শিল্পায়ন, কৃষি সম্প্রসারণ ইত্যাদি কারণে নির্বিচারে বনভূমি উজাড় করা।
ii. ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, নদীভাঙন, খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ।