সপ্তম শ্রেণির বাংলা ১ম পত্র ১. জলের ধারে কী দাঁড়িয়ে আছে? ক. নতুন নগর খ. পাহাড়চূড়া

সপ্তম শ্রেণির বাংলা ১ম পত্র 

১. জলের ধারে কী দাঁড়িয়ে আছে?

ক. নতুন নগর  খ. পাহাড়চূড়া

গ. নারকেল বন ঘ. নতুন পশু

 

সঠিক উত্তর : গ

 

২. শিশুরা জলের ঢেউয়ে কাকে নাচতে দেখে?

 

ক. পাখি খ. শাপলা

 

গ. নৌকা ঘ. জাহাজ

 

সঠিক উত্তর : গ

 

৩. নৌকা বাঁধা আছে কোথায়?

 

ক. পাহাড়ের চূড়ায় খ. সমুদ্রের পাড়ে

 

গ. বনের মাঝে ঘ. নদীর ঘাটে

 

সঠিক উত্তর : ঘ

 

৪. নৌকা কিসের টানে চলে?

 

ক. নোঙরের টানে খ. ভাটার টানে

 

 

গ. জোয়ারের টানে ঘ. স্রোতের টানে

 

সঠিক উত্তর : খ

 

 

৫. ভাটার টানে নৌকা কোথায় গেছে?

 

ক. সমুদ্রে খ. অন্য গ্রামে

 

গ. নদীর ওপারে ঘ. মাঝ নদীতে

 

সঠিক উত্তর : ঘ

 

৬. নতুন নগর কোথায়?

 

ক. নদীর পাড়ে খ. পাহাড়ের ওপরে

 

গ. পাশের গ্রামে ঘ. সাগর পাড়ে

 

সঠিক উত্তর : ঘ

 

 

 

 

 

 

 

 

 

 

 

৭. শিশুর কল্পনায় নৌকায় করে মানুষ কোথায় যায়?

 

ক. পাহাড়ে খ. নতুন দেশে

 

গ. গঞ্জে ঘ. হাটে

 

সঠিক উত্তর : খ

 

৮. নীল আকাশের মাঝে কী সাজে?

 

ক. পাহাড়চূড়া খ. রংধনু

 

গ. সাদা মেঘ ঘ. পাখির ঝাঁক

 

সঠিক উত্তর : ক

 

৯. কেউ কী পারে না?

 

ক. বনের ফুল সংগ্রহ করতে

 

খ. বরফ ভেঙে ডিঙিয়ে যেতে

 

গ. নৌকা বাইতে

 

ঘ. সাগর পাড়ি দিতে

 

সঠিক উত্তর : খ

 

১০. নতুন পশু কোথায় দলে দলে ঘোরে?

 

ক. দ্বীপে খ. বনে

 

গ. নগরে ঘ. পাহাড়ে

 

সঠিক উত্তর : খ

 

১১. রাত শেষে কী ভেসে যায়?

 

ক. মেঘ খ. জাহাজ

 

গ. নৌকা ঘ. পাখির ডাক

 

সঠিক উত্তর : গ

 

১২. নদীর ঘাটের কাছে কী বাঁধা আছে?

 

ক. ট্রলার খ. ভেলা

 

গ. নৌকা ঘ. বজরা

 

সঠিক উত্তর : গ

 

১৩. ‘নতুন দেশ’ কবিতার কবি কোথায় ভেসে যেতে চান?

 

ক. রঙিন দেশে খ. নতুন নগরে

 

গ. নতুন স্থানে ঘ. নতুন দেশে

 

সঠিক উত্তর : খ

 

১৪. নৌকা কখন ভেসে যায়?

 

ক. দিনের শেষে খ. রাতের শুরুতে

 

গ. দিনের শুরুতে ঘ. রাতের শেষে

 

সঠিক উত্তর : ঘ

 

১৫. নারিকেলের বনগুলো কোথায় দাঁড়িয়ে আছে?

 

ক. জলের ধারে খ. দূর সীমানায়

 

গ. ঝাউ বনে ঘ. নদীর তীরে

 

সঠিক উত্তর : ক

 

১৬. নতুন দেশ কবিতায় বাবা কোথায় যায় না?

 

ক. আপিসে খ. নতুন দেশে

 

গ. সমুদ্রতীরে ঘ. নতুন নগরে

 

সঠিক উত্তর : খ

 

১৭. চাঁদ ও সূর্যের শক্তির আকর্ষণে সমুদ্রে বা নদীতে বেড়ে ওঠা জলের কমে যাওয়াকে কী বলে?

 

ক. ভরাকটাল খ. মরাকটাল

 

গ. ভাটা ঘ. জোয়ার

 

সঠিক উত্তর : গ

 

 

 

 

 

 

 

 

 

 

 

১৮. নতুন দেশ কবিতাটির কবি কে?

 

ক. জসীমউদ্দীন

 

খ. শামসুর রাহমান

 

গ. কাজী নজরুল ইসলাম

 

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

 

সঠিক উত্তর : ঘ

 

১৯. অজানার প্রতি ব্যাকুলতা কার?

 

ক. জেলের খ. মাঝির

 

গ. বাবার ঘ. শিশুর

 

সঠিক উত্তর : ঘ

 

২০. সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথের বিলেতে যাওয়ার কারণ?

 

ক. ব্যবসা খ. চাকরি

 

গ. ব্যারিস্টারি পড়া ঘ. ভ্রমণ

 

সঠিক উত্তর : গ