জীব-বৈচিত্র্য বলতে কী বোঝায়?

জীব-বৈচিত্র্য বলতে কী বোঝায়

উত্তরঃ পৃথিবীতে বিরাজমান জীবসমূহের সামগ্রিক সংখ্যা প্রাচুর্য ও ভিন্নতাই হলো জীববৈচিত্র্য। জীব বলতে অণুজীব, ছত্রাক, উদ্ভিদ ও প্রাণীকে বোঝায়। পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতির জীব রয়েছে। এরা একটি থেকে অপরটি ভিন্ন বৈশিষ্ট্যমণ্ডিত এবং পৃথকযোগ্য। পৃথিবীর সকল জীব জীববৈচিত্র্যের মূল উপাদান।

 

সেন্ট্রোজোম ও সেন্ট্রোমিয়ার এর মধ্যে পার্থক্য কী?

উত্তরঃ সেন্ট্রোজোম ও সেন্ট্রোমিয়ার এর মধ্যে পার্থক্য নিম্নরূপ–

 

সেন্ট্রোজোম

এটি প্রধানত প্রাণিকোষে থাকে।

এটি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু।

RNA ও প্রোটিন দিয়ে গঠিত।

এতে সেন্ট্রিওল থাকে।

মাকুযন্ত্র গঠনে উল্লেখযোগ্য ভূমিকা আছে।

সেন্ট্রোমিয়ার

উদ্ভিদ ও প্রাণী উভয় কোষেই পাওয়া যায়।

এটি নিউক্লিয় বস্তু।

DNA ও প্রোটিন দিয়ে গঠিত।

সেন্ট্রিওল অনুপস্থিত।

ক্রোমোজমকে মাকুর সাথে যুক্ত রাখে।

রাইবোজোম ও লাইসোজোমের মধ্যে পার্থক্য কি?

 

উত্তরঃ রাইবোজোম ও লাইসোজোমের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ

 

রাইবোজোম

কোন আবরণী দিয়ে আবৃত নয়।

এটি RNA ও হিস্টোন (প্রোটিন) দিয়ে গঠিত।

এরা বিভিন্ন কোষ অঙ্গাণুর গায়ে লাগানো বা সাইটোপ্লাজমে বিচ্ছিন্নভাবে থাকে।

এটি দুটি অসমান খন্ডে বিভক্ত।

এটি প্রোটিন সংশ্লেষের স্থান হিসেবে কাজ করে।

লাইসোজোম

আবরণী দিয়ে আবৃত থাকে।

এতে বহু এনজাইম আছে।

কোষের সাইটোপ্লাজমে সর্বত্র প্রায় সমপরিমাণে বণ্টিত থাকে।

এটি অখন্ডিত।

এটি অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে।

সেন্ট্রোমিয়ার ও ক্রোমোমিয়ার এর মধ্যে পার্থক্য কি?

 

উত্তরঃ সেন্ট্রোমিয়ার ও ক্রোমোমিয়ার এর মধ্যে পার্থক্য নিম্নরূপঃ

 

সেন্ট্রোমিয়ার

রঞ্জিত ক্রোমোজোমে অরঞ্জিত স্থান বিশেষ।

সকল ক্রোমোজোমেই দেখা যায়।

এখানে RNA অল্প কুণ্ডলিত।

প্রতি ক্রোমোজোমে সাধারণত একটি থাকে।

সেন্ট্রোমিয়ারে সাধারণত কোন জিন থাকে না।

ক্রোমোমিয়ার

এরা ক্রোমোজোমে অবস্থিত।

সাধারণত মাইটোটিক ক্রোমোজোমে দেখা যায় না, মিয়োটিক প্রোফেজ পর্যায়ে দেখা যায়।

এখানে DNA অধিক কুণ্ডলিত।

প্রতি ক্রোমোজোমে অনেক থাকে।

প্রতি ক্রোমোমিয়ারে এক বা একাধিক জিন থাকে।