চতুর্থ অধ্যায় : রাষ্ট্র ও সরকারব্যবস্থা, নবম-দশম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা

প্রশ্ন-১। “আমিই রাষ্ট্র” – উক্তিটি কার?

 

উত্তরঃ চতুর্দশ লুই।

 

প্রশ্ন-২। কোনটি সমাজতান্ত্রিক রাষ্ট্র?

 

 

 

 

 

 

 

 

 

 

 

উত্তরঃ চীন।

 

প্রশ্ন-৩। কোন শাসন ব্যবস্থায় মাথা গণনা করা হয়, মেধার বিচার করা হয় না?

 

উত্তরঃ গণতান্ত্রিক।

 

প্রশ্ন-৪। ‘এক দেশ এক নেতা’ – এটি কোন রাষ্ট্রীয় ব্যবস্থার আদর্শ?

 

উত্তরঃ একনায়কতান্ত্রিক।

 

প্রশ্ন-৫। যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা প্রচলিত রয়েছে কোন দেশে?

 

উত্তরঃ কানাডা।

 

প্রশ্ন-৬। ক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্রকে কয়ভাগে ভাগ করা হয়?

 

উত্তরঃ ২।

 

প্রশ্ন-৭। উত্তরাধিকার সূত্রে গঠিত সরকারব্যবস্থার নাম কি?

 

উত্তরঃ উত্তরাধিকার সূত্রে গঠিত সরকারব্যবস্থার নাম হলো রাজতন্ত্র।

 

প্রশ্ন-৮। এক দলের শাসন কায়েম হয় কোন রাষ্ট্রব্যবস্থায়?

 

 

 

 

 

 

 

 

 

 

উত্তরঃ এক দলের শাসন কায়েম হয় একনায়কতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায়।

 

প্রশ্ন-৯। কিউবা কী ধরণের রাষ্ট্র?

 

 

উত্তরঃ কিউবা সমাজতান্ত্রিক রাষ্ট্র।

 

প্রশ্ন-১০। চীন কোন ধরনের রাষ্ট্র?

 

উত্তরঃ চীন একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র।

 

প্রশ্ন-১১। আইন ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে সরকার কত প্রকার?

 

উত্তরঃ আইন ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে সরকার মূলত দুই প্রকার।

 

প্রশ্ন-১২। অর্থনীতির ভিত্তিতে কী ধরনের রাষ্ট্র গড়ে ওঠে?

 

উত্তরঃ অর্থনীতির ভিত্তিতে পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক রাষ্ট্র গড়ে ওঠে।

 

প্রশ্ন-১৩। কোন শাসনব্যবস্থায় গণমাধ্যমগুলো সরকারি দল ও তার নেতার নিয়ন্ত্রণে থাকে?

 

উত্তরঃ একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থায় গণমাধ্যমগুলো সরকারি দল ও তার নেতার নিয়ন্ত্রণে থাকে।

 

প্রশ্ন-১৪। যুক্তরাজ্যে কী ধরনের রাজতন্ত্র চালু আছে?

 

উত্তরঃ যুক্তরাজ্যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র চালু আছে।

 

প্রশ্ন-১৫। রাষ্ট্র কীরূপ প্রতিষ্ঠান?

 

উত্তরঃ রাষ্ট্র একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী প্রতিষ্ঠান।

 

প্রশ্ন-১৬। সংসদীয় সরকারের প্রধান কে?

 

উত্তরঃ সংসদীয় সরকারের প্রধান হলেন প্রধানমন্ত্রী।

 

প্রশ্ন-১৭। কোন ব্যবস্থায় রাষ্ট্রপতি সর্বময় ক্ষমতার অধিকারী?

 

উত্তরঃ রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় রাষ্ট্রপতি সর্বময় ক্ষমতার অধিকারী।

 

প্রশ্ন-১৮। পুঁজিবাদী রাষ্ট্র বলতে কী বোঝায়?

 

উত্তরঃ পুঁজিবাদী রাষ্ট্র বলতে সেই রাষ্ট্রকে বোঝায়, যেখানে সম্পত্তির উপর নাগরিকদের ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রশ্ন-১৯। সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে কী বোঝায়?

উত্তরঃ সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে সেই ধরনের রাষ্ট্রকে বোঝায়, যা ব্যক্তিমালিকানা স্বীকার করে না। এতে উৎপাদনের উপকরণগুলো রাষ্ট্রের মালিকানায় থাকে।

প্রশ্ন-২০। এককেন্দ্রিক সরকার কাকে বলে?

উত্তরঃ যে শাসনব্যবস্থায় সরকারের সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে এবং কেন্দ্র থেকে শাসন পরিচালিত তাকে এককেন্দ্রিক সরকার বলে।

প্রশ্ন-২১। যুক্তরাষ্ট্র কাকে বলে?

উত্তরঃ যে রাষ্ট্রব্যবস্থায় একাধিক রাষ্ট্র ও প্রদেশ মিলিত হয়ে একটি রাষ্ট্র গঠন করে তাকে যুক্তরাষ্ট্র বলে।

প্রশ্ন-২২। কল্যাণমূলক রাষ্ট্র কাকে বলে?

উত্তরঃ যে রাষ্ট্র জনগণের দৈনন্দিন ন্যূনতম চাহিদা পূরণের জন্য কল্যাণমূলক কাজ করে তাকে কল্যাণমূলক রাষ্ট্র বলে।