লিকেজ কারেন্ট কাকে বলে? ভ্যাকুয়াম টিউব কী?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

লিকেজ কারেন্ট কাকে বলে?
অ্যামিটারের কারেন্ট শূন্য থাকা অবস্থায় মাইনোরোটি ক্যারিয়ারের জন্য কালেক্টর সার্কিটে যে লিকেজ বা কালেক্টর কারেন্ট প্রবাহিত হয় তাকেজ লিকেজ কারেন্ট বলে। একে ICBO দ্বারা প্রকাশ করা হয়।

ভ্যাকুয়াম টিউব কী?
যে ইলেক্ট্রনিক কৌশলে বায়ুশূন্য মাধ্যমে ইলেক্ট্রন প্রবাহিত হতে পারে তাকে ভ্যাকুয়াম টিউব বলে। ভ্যাকুয়াম টিউব তৈরি করা হয় কাঁচ বা ধাতু নির্মিত বায়ুশূন্য টিউবে তড়িৎ দ্বার সন্নিবেশিত করে। এর কার্যকারিতা নির্ভর করে ইলেক্ট্রনের নিঃসরণের উপর। টিউবে থাকা তড়িৎদ্বারের সংখ্যার ভিত্তিতে টিউবকে ডায়োড, ট্রায়োড, টেট্রোড, পেন্টোড ইত্যাদি ভাগে ভাগ করা হয়।

তবে সব ধরনের টিউবে দুটি প্রধান তড়িৎদ্বার থাকে। এ তড়িৎদ্বারগুলা হলো ক্যাথোড ও অ্যানোড। অন্যান্য তড়িৎদ্বারগুলোকে গ্রিড বলে। গ্রিডগুলোর মধ্যে একটি নিয়ন্ত্রণ গ্রীড এবং অন্যগুলো আচ্ছাদন গ্রীড। নিয়ন্ত্রণ গ্রীডের কাজ হলো ক্যাথোড ও অ্যানোডের মধ্যকার ইলেক্ট্রন প্রবাহ নিয়ন্ত্রন করা। আচ্ছাদন গ্রীডগুলো টিউবের বৈশিষ্ট্য পরিবর্তনে ব্যবহৃত হয়।