অষ্টম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. একটি নেটওয়ার্ক তৈরি করতে সর্বনিম্ন কতটি কম্পিউটারের প্রয়োজন হয়?

 

ক. ১টি খ. ২টি

 

গ. ৫টি ঘ. অসংখ্য

সঠিক উত্তর : খ

 

২. সাধারণত সত্যিকারের নেটওয়ার্ক তৈরি করতে কতটি কম্পিউটারের প্রয়োজন হয়?

 

ক. ২টি খ. ৪টি

 

গ. ৫টি ঘ. অনেক

 

সঠিক উত্তর : ঘ

 

৩. সার্ভার অর্থ কী?

 

ক. তথ্য বিলি করা

 

খ. তথ্য গ্রহণ করা

 

গ. তথ্য সার্ভ করা

 

ঘ. তথ্য পাঠানো

 

সঠিক উত্তর : গ

 

৪. সার্ভার কিসের সঙ্গে সম্পর্কিত?

 

 

ক. টেলিভিশন

 

খ. ইন্টারনেট

 

 

গ. কম্পিউটার নেটওয়ার্ক

 

ঘ. রেডিও

 

সঠিক উত্তর : গ

 

৫. একটি নেটওয়ার্কে কয়টি সার্ভার থাকতে পারে?

 

ক. ১টি খ. ২টি

 

গ. ৩টি ঘ. অনেক

 

সঠিক উত্তর : ঘ

 

৬. সার্ভার কী?

 

ক. শক্তিশালী কম্পিউটার

 

খ. দুর্বল কম্পিউটার

 

গ. মডেম

 

ঘ. রাউটার

 

সঠিক উত্তর : ক

 

 

 

 

 

 

 

৭. কম্পিউটার নেটওয়ার্কের মূল নিয়ন্ত্রক কোনটি?

 

ক. হাব খ. রাউটার

 

গ. সার্ভার ঘ. সুইচ

 

সঠিক উত্তর : গ

 

৮. ই-মেইল পাঠানোর কাজ করে কোন সার্ভার?

 

ক. এফটিপি সার্ভার

 

খ. টেলনেট সার্ভার

 

গ. নেট সার্ভার

 

ঘ. ই-মেইল সার্ভার

 

সঠিক উত্তর : ঘ

 

৯. সার্ভার চালানোর জন্য দক্ষ কর্মীর পাশাপাশি কোনটি প্রয়োজন হয়?

 

ক. মডেম

 

খ. মুঠোফোন

 

গ. কম্পিউটার

 

ঘ. মূল্যবান ও জটিল সফটওয়্যার

 

সঠিক উত্তর : ঘ

 

১০. কম্পিউটার থেকে নেটওয়ার্ক ব্যবহার করে ই-মেইল পাঠালে কম্পিউটারকে কী বলে?

 

ক. ক্লায়েন্ট খ. রিসোর্স

 

গ. সার্ভার ঘ. ই-মেইল

 

সঠিক উত্তর : ক

 

১১.কম্পিউটার সার্ভার থেকে কোনো ধরনের তথ্য নিলে, তাকে কী বলে?

 

ক. সার্ভার খ. ই-মেইল

 

গ. ক্লায়েন্ট ঘ. রিসোর্স

 

সঠিক উত্তর : গ

 

১২. ই-মেইল পাঠাতে ক্লায়েন্টকে সাহায্য করে কে?

 

ক. ই-মেইল সার্ভার খ. গুগল সার্ভার

 

গ. নেটওয়ার্ক ঘ. প্রটোকল

 

সঠিক উত্তর : ক

 

১৩. ই-মেইল পাঠানোর জন্য ব্যবহার করা যায়—

 

i. hotmail

 

ii. yahoo

 

iii. gmail

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. i ও iii

 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : ঘ

 

১৪. যে বস্তু ব্যবহার করে কম্পিউটারগুলো জুড়ে দেওয়া হয়, তাকে কী বলে?

 

ক. মিডিয়া খ. প্রটোকল

 

গ. রিসোর্স খ. অ্যাডাপ্টার

 

সঠিক উত্তর : ক

 

 

 

 

 

 

 

 

 

১৫. যে ক্লায়েন্ট সার্ভার থেকে রিসোর্স ব্যবহার করে, তাকে কী বলে?

 

ক. মডেম খ. ডোমেইন

 

গ. ইউজার ঘ. সার্ভার

 

সঠিক উত্তর : গ

 

১৬. নেটওয়ার্কিংয়ের সময় অপটিক্যাল ফাইবার কী হিসেবে কাজ করে?

 

ক. অ্যাডাপ্টার খ. প্রটোকল

 

গ. রিসোর্স ঘ. মিডিয়া

 

সঠিক উত্তর : ঘ

 

১৭. মিডিয়া হলো—

 

i. কো-অ্যাক্সিয়াল তার

 

ii. বৈদ্যুতিক তার

 

iii. অপটিক্যাল ফাইবার

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. i ও iii

 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : ঘ

 

১৮. মিডিয়া ব্যতীত নেটওয়ার্কের জন্য কী ব্যবহার করা যেতে পারে?

 

ক. কো-অ্যাক্সিয়াল তার

 

খ. টুইস্টেড পেয়ার তার

 

গ. অপটিক্যাল ফাইবার

 

ঘ. ওয়্যারলেস পদ্ধতি

 

সঠিক উত্তর : ঘ

 

১৯. কোনো ধরনের মিডিয়া ব্যবহার না করেও কম্পিউটারকে নেটওয়ার্কে জুড়ে দেওয়া যায় কোন পদ্ধতিতে?

 

ক. এনআইসি খ. সার্ভার

 

গ. মিডিয়া ঘ. ওয়াই-ফাই

 

সঠিক উত্তর : ঘ

 

২০. NIC-এর পূর্ণ নাম কী?

 

ক. Network Interface Card

 

খ. Network In Card

 

গ. Network Internet Cable

 

ঘ. Net Inter Card

 

সঠিক উত্তর : ক

 

২১. তথ্য বহনের জন্য মিডিয়া ও কম্পিউটারের মধ্যে কোন ডিভাইসটি থাকে?

 

ক. রিসোর্স নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড

 

খ. নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড

 

গ. মডেম

 

ঘ. ক্লায়েন্ট

 

সঠিক উত্তর : খ

 

 

 

 

 

 

 

 

২২. নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের অপর নাম কী?

 

ক. ই-মেইল সার্ভার খ. হাব

 

গ. রিসোর্স ঘ. নেটওয়ার্ক অ্যাডাপ্টার

 

সঠিক উত্তর : ঘ

 

২৩. নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ব্যবহার করে—

 

i. মিডিয়া থেকে তথ্য নেয়

 

ii. তথ্য নিয়ে কম্পিউটারে দেয়

 

iii. কম্পিউটার থেকে তথ্য নিয়ে নেটওয়ার্কে ছেড়ে দেয়

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. i ও iii

 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : ঘ

 

২৪. ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয়, তাকে কী বলে?

 

ক. মিডিয়া খ. রিসোর্স

 

গ. সার্ভার ঘ. প্রটোকল

 

সঠিক উত্তর : খ

 

২৫. প্রিন্টার, ফ্যাক্স কিসের উদাহরণ?

 

ক. রিসোর্স খ. প্রটোকল

 

গ. সার্ভার ঘ. মিডিয়া

 

সঠিক উত্তর : ক

 

২৬. কম্পিউটার দিয়ে কেউ যদি সার্ভারে রাখা একটি ছবি আঁকার সফটওয়্যার ব্যবহার করে, তবে তাকে কী বলে?

 

ক. মিডিয়া খ. সার্ভার

 

গ. প্রটোকল ঘ. রিসোর্স

 

সঠিক উত্তর : ঘ

 

২৭. রিসোর্স ব্যবহারকারীকে কী বলা হয়?

 

ক. ক্লায়েন্ট খ. প্রটোকল

 

গ. ই-মেইল ঘ. ইউজার

 

সঠিক উত্তর : ঘ

 

২৮. সার্ভার থেকে যে ক্লায়েন্ট রিসোর্স ব্যবহার করে, তাকে কী বলে?

 

ক. ইউজার খ. প্রটোকল

 

গ. ই-মেইল ঘ. ক্লায়েন্ট

 

সঠিক উত্তর : ক

 

 

 

 

 

 

 

 

 

২৯. নেটওয়ার্কভুক্ত কম্পিউটারের মধ্যে যে নিয়মকানুন মেনে চলতে হয়, তাকে কী বলে?

 

ক. নেটওয়ার্ক খ. প্রটোকল

 

গ. ক্লায়েন্ট ঘ. সার্ভার

 

সঠিক উত্তর : খ

 

৩০. ভিন্ন ভিন্ন কম্পিউটারকে একসঙ্গে যুক্ত করতে হলে এক কম্পিউটারের সঙ্গে অন্য কম্পিউটারের যোগাযোগ করার নিয়ম মানার কৌশলকে কী বলে?

 

ক. প্রটোকল খ. সার্ভার

 

গ. মিডিয়া ঘ. রিসোর্স

 

সঠিক উত্তর : ক

 

৩১. ইন্টারনেট ব্যবহার করার প্রটোকল কোনটি?

 

ক. http খ. html

 

গ. htm ঘ. htp

 

সঠিক উত্তর : ক

 

৩২. PAN–এর পূর্ণনাম কোনটি?

 

ক. Personal Area Network

 

খ. Personal Area Networking

 

গ. Public Area Network

 

ঘ. Public Area Neting

 

সঠিক উত্তর : ক

 

৩৩. ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ক কোনটি?

 

ক. LAN খ. PAN

 

গ. MAN ঘ. WAN

 

সঠিক উত্তর : ক

 

৩৪. ব্যক্তিগত পর্যায়ের নেটওয়ার্ক কোনটি?

 

ক. WAN খ. MAN

 

গ. LAN ঘ. PAN

 

সঠিক উত্তর : ঘ

 

৩৫. লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করা হয়—

 

i. স্কুল-কলেজে

 

ii. বিশ্ববিদ্যালয়ে

 

iii. বিভিন্ন প্রতিষ্ঠানে

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. i ও iii

 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : ঘ

 

৩৬. একটি শহরের মধ্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয়, তাকে কী বলে?

 

ক. WAN খ. MAN

 

গ. LAN ঘ. PAN

 

সঠিক উত্তর : খ

 

৩৭. পৃথিবীজুড়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয়, তাকে কী বলে?

 

ক. PAN খ. LAN

 

গ. MAN ঘ. WAN

 

সঠিক উত্তর : ঘ

 

 

 

 

 

 

 

 

 

 

৪৬. কোন নেটওয়ার্কে অবস্থিত প্রতিটি নেটওয়ার্কের গুরুত্ব সমান?

 

ক. স্টার খ. বাস

 

গ. রিং ঘ. হাইব্রিড

 

সঠিক উত্তর : গ

 

 

 

 

 

 

 

 

 

 

 

৪৭. রিং টপোলজিতে ডেটা ট্রান্সফার কীভাবে হয়?

 

ক. হাবের দিকে

 

খ. সব দিকে

 

গ. দিকনির্দেশনার প্রয়োজন হয় না

 

ঘ. নির্দিষ্ট দিকে

 

সঠিক উত্তর : ঘ

 

৪৮. স্টার টপোলজির সংযোগব্যবস্থা কেমন?

 

ক. প্রতিটি কম্পিউটার হাবের সঙ্গে সংযুক্ত থাকে

 

খ. প্রতিটি কম্পিউটার অন্য কম্পিউটারের সঙ্গে সংযুক্ত থাকে

 

গ. প্রতিটি কম্পিউটার বৃত্তাকারভাবে সংযুক্ত থাকে

 

ঘ. দুটি কম্পিউটার হাবের সঙ্গে সংযুক্ত থাকে

 

সঠিক উত্তর : ক

 

৪৯. স্টার টপোলজির কেন্দ্রে কী থাকে?

 

ক. প্রিন্টার খ. কম্পিউটার

 

গ. মডেম ঘ. হাব

 

সঠিক উত্তর : ঘ

 

৫০. স্টার টপোলজির হাব নষ্ট হলে কী হবে?

 

ক. একটা কম্পিউটার চলবে

 

খ. দুটি কম্পিউটার নষ্ট হবে

 

গ. পুরো নেটওয়ার্ক অচল হবে

 

ঘ. সব ঠিক থাকবে

 

সঠিক উত্তর : গ

 

৫১. স্টার টপোলজি হলো—

 

i. হাবের সঙ্গে যুক্ত থাকে

 

ii. একটি কম্পিউটার নষ্ট হলেও বাকি নেটওয়ার্ক সচল থাকে

 

iii. কেন্দ্রীয় হাব নষ্ট হলে নেটওয়ার্ক অচল হয়ে পড়ে

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i খ. i ও ii

 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : ঘ

 

৫২. স্টার টপোলজিতে পুরো নেটওয়ার্ক কিসের ওপর নির্ভর করে?

 

ক. কেন্দ্রীয় ডিভাইসের ওপর

 

খ. রাউটারের ওপর

 

গ. তারের ওপর

 

ঘ. ব্যাকবোনের ওপর

 

সঠিক উত্তর : ক

 

৫৩. স্টার টপোলজিতে হাব কী হিসেবে কাজ করে?

 

ক. সুইচ খ. কেন্দ্রীয় ডিভাইস

 

গ. কম্পিউটার ঘ. রাউটার

 

সঠিক উত্তর : খ

 

৫৪. স্টার টপোলজিতে ডেটা ট্রান্সফারের গতি কেমন?

 

ক. কম খ. বেশি

 

গ. অনেক কম ঘ. অনেক বেশি

 

সঠিক উত্তর : ক

 

 

 

 

 

 

 

 

 

 

 

৫৫. অনেকগুলো স্টার টপোলজি মিলে তৈরি হয় কোন টপোলজি?

 

ক. ট্রি খ. বাস

 

গ. স্টার ঘ. রিং

 

সঠিক উত্তর : ক

 

৫৬. ট্রি টপোলজি দেখতে কেমন?

 

ক. গোলাকার বৃত্তের মতো

 

খ. চারকোনা

 

গ. শাখা-প্রশাখাসমৃদ্ধ গাছের মতো

 

ঘ. ত্রিভুজাকার

 

সঠিক উত্তর : গ

 

৫৭. ট্রি টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইসটিকে কী বলে?

 

ক. মূল কম্পিউটার খ. ব্যাকবোন

 

গ. হাব ঘ. রাউটার

 

সঠিক উত্তর : ক

 

৫৮. নিচের কোনটি টপোলজি?

 

ক. ডেটা খ. প্রোগ্রাম

 

গ. মেশ ঘ. রাউটার

 

সঠিক উত্তর : গ

 

৫৯. নিচের কোন টপোলজি অত্যন্ত ব্যয়বহুল?

 

ক. মেশ খ. বাস

 

গ. রিং ঘ. স্টার

 

সঠিক উত্তর : ক

 

৬০. পৃথিবীর সম্পদ কী?

 

ক. মানুষখ. তথ্য

 

গ. কথা ঘ. ভাব বিনিময়

 

সঠিক উত্তর : খ

 

৬১. পৃথিবীর তথ্যভান্ডার কেমন?

 

ক. সংরক্ষিত খ. ছোট

 

গ. বিশাল ঘ. সীমিত

 

সঠিক উত্তর : গ

 

৬২. তথ্য কাদের জন্য উন্মুক্ত?

 

ক. বিশেষ কোনো প্রতিষ্ঠানের জন্য

 

খ. সবার জন্য

 

গ. নিজেদের জন্য

 

ঘ. সরকারের জন্য

 

সঠিক উত্তর : খ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

৬৩. একজন সাধারণ মানুষ আর সবচেয়ে ক্ষমতাশালী মানুষ দুজনের পৃথিবীর তথ্য ভান্ডারের অধিকার কেমন?

 

ক. বেশি খ. সমান

 

গ. নিয়ম অনুযায়ী ঘ. অবশ্যই বেশি

 

সঠিক উত্তর : খ

 

৬৪. পৃথিবীজুড়ে জালের মতো কোনটি বিস্তৃত আছে?

 

ক. কম্পিউটার খ. ইন্টারনেট

 

গ. তথ্য ঘ. প্রযুক্তি

 

সঠিক উত্তর : খ

 

৬৫. তথ্যকে উপস্থাপন করার জন্য কোনটি প্রয়োজন?

 

ক. নেটওয়ার্ক খ. ডেটা

 

গ. উপাত্ত ঘ. ইন্টারনেট

 

সঠিক উত্তর : ক

 

৬৬. কম্পিউটার যুক্ত করার পদ্ধতিকে কী বলে?

 

ক. নেটওয়ার্কিং খ. এফটিপি

 

গ. প্রটোকল ঘ. রাউটার

 

সঠিক উত্তর : ক

 

৬৭. কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য কী?

 

ক. প্রটোকল তৈরি

 

খ. টপোলজি তৈরি

 

গ. সার্ভার রক্ষা করা

 

ঘ. তথ্য বিনিময়

 

সঠিক উত্তর : গ

 

৬৮. নেটওয়ার্কের সবচেয়ে বড় ব্যবহার কী?

 

ক. তথ্য উপস্থাপন করা

 

খ. তথ্য বিনিময় করা

 

গ. তথ্যকে কার্যকরভাবে ব্যবহার করা

 

ঘ. তথ্য বিকাশ করা

 

সঠিক উত্তর : গ

 

৬৯. কোনো মিডিয়াকে ব্যবহার না করে কোন পদ্ধতিতে কম্পিউটারকে নেটওয়ার্কে জুড়ে দেওয়া যায়?

 

ক. ওয়্যারলেস খ. প্রটোকল

 

গ. ল্যান ঘ. ক্লায়েন্ট

 

সঠিক উত্তর : ক

 

৭০. তথ্য যে যত দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারে, সে তত কী হবে?

 

ক. দুর্বল খ. সচেতন

 

গ. শক্তিশালী ঘ. বিপদমুক্ত

 

সঠিক উত্তর : গ

 

 

 

 

 

 

 

 

 

 

 

৭১. ডেটাবেইসে তথ্য সংরক্ষণ সহজ হয়েছে কিসের ব্যবহারের মাধ্যমে?

 

ক. মডেম খ. কম্পিউটার

 

গ. ইন্টারনেট ঘ. হাব

 

সঠিক উত্তর : খ

 

৭২. ডেটাবেইস ব্যবহারে কী করা হয়?

 

ক. তথ্য বিনিময়

 

খ. তথ্য উপস্থাপন

 

গ. তথ্য বিকাশ

 

ঘ. তথ্য সংরক্ষণ

 

সঠিক উত্তর : ঘ

 

৭৩. বর্তমানে তথ্য কোথায় সংরক্ষণ করা হয়?

 

ক. ডেটাবেইসে খ. নেটওয়ার্কে

 

গ. হাবে ঘ. মডেমে

 

সঠিক উত্তর : ক

 

৭৪. তথ্যকে আবদ্ধ রাখা যায়— এ ধারণা পাল্টে গেছে কিসের প্রভাবে?

 

ক. সমাজের প্রভাবে

 

খ. নেটওয়ার্কের প্রভাবে

 

গ. কম্পিউটারের প্রভাবে

 

ঘ. ইন্টারনেটের প্রভাবে

 

সঠিক উত্তর : খ

 

৭৫. একটি অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে একসঙ্গে কয়টি টেলিফোন কল পাঠানো সম্ভব?

 

ক. একটি খ. দুটি

 

গ. কয়েক হাজার ঘ. কয়েক লক্ষ

 

সঠিক উত্তর : ঘ

 

৭৬. কম্পিউটার নেটওয়ার্কে যে প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয়, তাকে কী বলে?

 

ক. সফটওয়্যার খ. হার্ডওয়্যার

 

গ. প্রোগ্রাম কোড ঘ. ডিবাগিং

 

সঠিক উত্তর : ক

 

৭৭. Dropbox কী?

 

ক. একটি সেবা, যা তথ্য সংরক্ষণ করে

 

খ. একটি মুঠোফোনের নাম

 

গ. একটি হার্ডওয়্যার

 

ঘ. একটি ওয়েব ব্রাউজার

 

সঠিক উত্তর : ক

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

৭৮. পৃথিবীর যেকোনো জায়গা থেকে ব্যক্তিগত তথ্য নিজের কম্পিউটারে রাখার সেবার নাম কী?

 

ক. Dropbox খ. Google

 

গ. Mozilla ঘ. Firefox

 

সঠিক উত্তর : ক

 

৭৯. বাংলা সার্চ ইঞ্জিন কোনটি?

 

ক. পিপীলিকা খ. গুগল

 

গ. ইয়াহু ঘ. মজিলা

 

সঠিক উত্তর : ক

 

৮০. সামাজিক নেটওয়ার্কিং–এর মাধ্যমে—

 

i. একে অন্যের সঙ্গে ছবি, ভিডিও বা তথ্য বিনিময় করতে পারে

 

ii. ই-মেইল পাঠাতে বা গ্রহণ করতে পারে

 

iii. মেসেজ দেওয়া নেওয়া করতে পারে

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. i ও iii

 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : ঘ

 

৮১. ফেসবুক ও টুইটার কী?

 

ক. জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক

 

খ. ই-মেইলের সফটওয়্যার

 

গ. সার্চ ইঞ্জন

 

ঘ. ব্রাউজিং সফটওয়্যার

 

সঠিক উত্তর : ক

 

৮২. নেটওয়ার্ক ব্যবহারে তথ্যপ্রযুক্তি–সংক্রান্ত সম্পদ ভাগাভাগি করে নেওয়ার ক্ষেত্রে নতুন ধারণাটি কী?

 

ক. ক্লাউড কম্পিউটিং

 

খ. তথ্যপ্রযুক্তি

 

গ. নেটওয়ার্ক

 

ঘ. সার্ভার

 

সঠিক উত্তর : ক

 

৮৩. ক্লাউড কম্পিউটিংয়ের প্রচলন ধীরে ধীরে কেমন হচ্ছে?

 

ক. কমে যাচ্ছে

 

খ. বেড়ে যাচ্ছে

 

গ. একই রকম রয়েছে

 

ঘ. বাড়ছে-কমছে

 

সঠিক উত্তর : খ

 

৮৪. ক্লাউড কম্পিউটিংয়ের উদাহরণ হলো—

 

i. hotmail

 

ii. yahoo

 

iii. google

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. i ও iii

 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : ঘ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

৮৫. ক্লাউড কম্পিউটিং হলো—

 

i. একটি বিশেষ পরিষেবা

 

ii. একটি ইন্টারনেটভিত্তিক কম্পিউটিং–ব্যবস্থা

 

iii. একটি ইন্টারনেটের নাম

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i খ. i ও ii

 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : খ

 

৮৬. কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য কী?

 

ক. প্রটোকল তৈরি

 

খ. টপোলজি তৈরি

 

গ. সার্ভার রক্ষা করা

 

ঘ. তথ্য বিনিময়

 

সঠিক উত্তর : গ

 

৮৭. সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে করা যায়—

 

i. তথ্য বিনিময়

 

ii. ছবি বিনিময়

 

iii. ভিডিও বিনিময়

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. i ও iii

 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : ঘ

 

৮৮. বিমানের টিকিট বর্তমানে কীভাবে সংরক্ষণ করা যায়?

 

ক. ই-টিকিটের মাধ্যমে

 

খ. ইন্টারনেটের মাধ্যমে

 

গ. সফটওয়্যারের মাধ্যমে

 

ঘ. বিমানবন্দরে গিয়ে

 

সঠিক উত্তর : ক

 

৮৯. ছোট নেটওয়ার্ক গঠনের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?

 

ক. রিং খ. রাউটার

 

গ. গেটওয়ে ঘ. হাব

 

সঠিক উত্তর : ঘ

 

৯০. অল্প খরচের জন্য নেটওয়ার্কের কোন যন্ত্রটি বেশি উপযোগী?

 

ক. রাউটার খ. হাব

 

গ. গেটওয়ে ঘ. রিং

 

সঠিক উত্তর : খ

 

 

 

 

 

 

 

 

 

 

 

৯১. দুটি কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরি করতে হলে তাদের কিসের সাহায্য নিতে হয়?

 

ক. হাব খ. রাউটার

 

গ. মডেম ঘ. ইন্টারনেট

 

সঠিক উত্তর : ক

 

নিচের উদ্দীপকটি পড়ে ৯২ ও ৯৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।

 

নাহিদা তার কম্পিউটারকে কয়েকজন বন্ধুর কম্পিউটারের সঙ্গে যুক্ত করল। তার বন্ধুরা ঘরে বসেই তাদের কম্পিউটারে অনুপস্থিত অনেক তথ্যই নাহিদার কম্পিউটার থেকে ব্যবহার করল। তাদের কম্পিউটার যুক্ত করতে কিছু তারের প্রয়োজন হয়েছিল।

 

৯২. কম্পিউটারের সঙ্গে লাগানো প্রিন্টার কী হিসেবে কাজ করে?

 

ক. হাব খ. রিসোর্স

 

গ. সার্ভার ঘ. অ্যাডাপ্টার

 

সঠিক উত্তর : খ

 

৯৩. নাহিদার কম্পিউটারে কী ব্যবহৃত হয়েছে?

 

ক. সার্ভার খ. হাব

 

গ. রাউটার ঘ. অ্যাডাপ্টার

 

সঠিক উত্তর : খ

 

৯৪. পোর্ট বেশি থাকে কোনটিতে?

 

ক. হাব খ. কম্পিউটার

 

গ. সুইচ ঘ. মডেম

 

সঠিক উত্তর : গ

 

৯৫. সুইচের সবচেয়ে বড় সুবিধা কোনটি?

 

ক. পোর্ট বেশি থাকা

 

খ. মূল্য কম হওয়া

 

গ. তথ্য বা ডেটা নির্দিষ্ট ঠিকানায় পাঠানো যায়

 

ঘ. ট্রাফিক জ্যাম কম হওয়া

 

সঠিক উত্তর : ঘ

 

৯৬. নেটওয়ার্ক তৈরিতে সুইচ ব্যবহার করলে কী হয়?

 

ক. দ্রুতগতিতে কাজ করে

 

খ. গতি কমে যায়

 

গ. সার্ভার নষ্ট হওয়ার আশঙ্কা বেশি

 

ঘ. গতি আস্তে আস্তে বাড়ে

 

সঠিক উত্তর : ক

 

৯৭. নেটওয়ার্কে বরাদ্দ করা ঠিকানাকে কী বলে?

 

ক. ম্যাক

 

খ. ম্যাক অ্যাড্রেস

 

গ. সুইচ অ্যাড্রেস

 

ঘ. অ্যাড্রেস

 

সঠিক উত্তর : খ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

৯৮. কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে হলে মূলত কী দরকার হয়?

i. সার্ভার

ii. সুইচ

iii. কম্পিউটার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৯৯. একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে কোনটি?

ক. হাব  খ. ইন্টারনেট

গ. রাউটার ঘ. মডেম

সঠিক উত্তর : গ

১০০. রাউটার কী কাজে ব্যবহার করা হয়?

ক. নেটওয়ার্ক তৈরিতে

খ. কথা বলতে

গ. ব্রাউজ করার কাজে

ঘ. গান শুনতে

সঠিক উত্তর : ক