নিমগাছ গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

এসএসসি – বাংলা ১ম পত্র

 

১. লোকজন সেদ্ধ করে নিমগাছের কোন উপাদানটি খায়?

 

ক. কাণ্ড খ. ছাল

 

 

গ. ফুল ঘ. পাতা

 

সঠিক উত্তর : খ

 

 

২. নিমগাছের পাতা কীভাবে পিষে ব্যবহার করা হয়?

 

ক. শিলে পিষে

 

 

খ. ঢেঁকিতে পিষে

 

গ. সেদ্ধ করে পিষে

 

 

 

 

 

 

 

 

 

 

ঘ. তেলে ভেজে পিষে

 

সঠিক উত্তর : ক

 

 

৩. কবি নিমগাছকে কিসের সঙ্গে তুলনা করেছেন?

 

 

ক. আকাশ খ. নক্ষত্র

 

গ. তারকা ঘ. সমুদ্র

 

সঠিক উত্তর : খ

 

 

 

 

 

 

 

 

 

 

 

৪. লোকজন নিমের কচি পাতা কাঁচা খায় কেন?

 

ক. স্বাদ গ্রহণের জন্য

 

 

খ. রোগমুক্তির জন্য

 

গ. রুচি বাড়ানোর জন্য

 

ঘ. কৃতিত্ব অর্জনের জন্য

 

সঠিক উত্তর : খ

 

৫. নিমের ডাল চিবানোর মধ্যে কী উপকারিতা আছে?

 

ক. চোখ ভালো থাকে

 

খ. দাঁত ভালো থাকে

 

গ. পেট ভালো থাকে

 

ঘ. গলা ভালো থাকে

 

সঠিক উত্তর : খ

 

৬. কবিরাজেরা কার প্রশংসায় পঞ্চমুখ?

 

ক. লক্ষ্মী বউয়ের খ. নিমগাছের

 

গ. রোগীদের ঘ. সৌন্দর্যের

 

সঠিক উত্তর : খ

 

৭. ‘নিমগাছ’ গল্পের নিমগাছটির রূপকে কাকে বোঝানো হয়েছে?

 

ক. প্রতিবাদী নারী খ. কর্মজীবী নারী

 

গ. নির্যাতিত নারী ঘ. সর্বংসহা নারী

 

সঠিক উত্তর : ঘ

 

 

 

 

 

 

 

 

 

 

 

৮. নিমগাছটির কার সঙ্গে যেতে ইচ্ছা করল?

 

ক. কবিরাজের খ. লোকটার

 

গ. লেখকের ঘ. বিজ্ঞের

 

সঠিক উত্তর : খ

 

৯. হঠাৎ একদিন এক নতুন ধরনের লোক এলো। তিনি কে?

 

ক. কবিরাজ খ. কবি

 

গ. ঠাকুর ঘ. বাউল

 

সঠিক উত্তর : খ

 

১০. নীল আকাশ থেকে একঝাঁক কী নেমে এসেছিল?

 

ক. তারা খ. নক্ষত্র

 

গ. ফুল ঘ. পরি

 

সঠিক উত্তর : ঘ

 

১১. কবিকে নিমগাছের ভালো লাগল কেন?

 

ক. নিমগাছের প্রশংসা করার জন্য

 

খ. কবিতা শোনানোর জন্য

 

গ. গাছের যত্ন নেওয়ার জন্য

 

ঘ. ভালো কবিতা লেখার জন্য

 

সঠিক উত্তর : ক

 

১২. নিমগাছের দিকে কবি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন কেন?

 

ক. এর সৌন্দর্যের জন্য

 

খ. কবিতা শোনানোর জন্য

 

গ. বৃক্ষপ্রেমের জন্য

 

ঘ. ভালো কবিতা লেখার জন্য

 

সঠিক উত্তর : গ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

১৩. লোকটাকে দেখে নিমগাছটার কী ইচ্ছা হলো?

 

ক. ভালোবাসতে

 

খ. কথা বলতে

 

গ. অনুভূতি জানাতে

 

ঘ. সঙ্গে যেতে

 

সঠিক উত্তর : ঘ

 

১৪. নিমগাছ না যেতে পেরে কী করল?

 

ক. দুঃখভারাক্রান্ত হলো

 

খ. স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল

 

গ. বিধাতাকে দোষারোপ করল

 

ঘ. নিজেকে দোষারোপ করল

 

সঠিক উত্তর : খ

 

১৫. যে নিমগাছে শান বাঁধিয়ে দেয়, সে—

 

i. সৌন্দর্যের পূজারি

 

ii. স্বাস্থ্য সচেতন

 

iii. ঔষধি গুণের সমাদরকারী

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. i ও iii

 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : ঘ

 

১৬. ‘নিমগাছ’ গল্পের উপস্থাপনকৌশল–

 

i. নাটকীয়

 

ii. কাব্যধর্মী

 

iii. রম্যকথিকাজাতীয়

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. i ও iii

 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : ক

 

১৭. বাড়ির বউ নিমগাছটির মতো—

 

i. অবহেলিত

 

ii. উপকারী

 

iii. কর্মবিমুখ

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. i ও iii

 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : ক

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

১৮. ‘নিমগাছ’ গল্পের মূল প্রতিপাদ্য বিষয় কী?

 

ক. বৃক্ষের অবদান

 

খ. আত্মত্যাগ ও উপেক্ষা

 

গ. আত্মত্যাগ ও অহংকার

 

ঘ. আত্মত্যাগ ও ঔষধি গুণ

 

সঠিক উত্তর : খ

 

১৯. ‘নিমগাছ’ শব্দটিতে রয়েছে —

 

i. নিমগাছের বর্ণনা

 

ii. নিমগাছের বাহ্যিক উপকারিতা

 

iii. গৃহবধূর দুঃখের কথা

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. i ও iii

 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : ঘ

 

২০. বনফুলের প্রকৃত নাম কী?

 

ক. প্যারীচাঁদ মিত্র

 

খ. প্রমথ চৌধুরী

 

গ. বলাইচাঁদ মুখোপাধ্যায়

 

ঘ. আশুতোষ মুখোপাধ্যায়

 

সঠিক উত্তর : গ

 

২১. নিমপাতা কোন রোগের মহৌষধ?

 

ক. চর্মের খ. দাঁতের

 

গ. পেটের ঘ. যকৃতের

 

সঠিক উত্তর : ক

 

২২. ‘নিমগাছ’ গল্পের ম্যাজিক লাইন কোনটি?

 

ক. প্রথম লাইন খ. মাঝের লাইন

 

গ. শেষ লাইন ঘ. দ্বিতীয় লাইন

 

সঠিক উত্তর : গ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

২৩. নিমগাছের কোন অংশটি দাঁতের জন্য উপকারী?

 

ক. ডাল খ. বাকল

 

গ. পাতা ঘ. ফুল

 

সঠিক উত্তর : ক

 

২৪. ‘নিমের হাওয়া ভালো, থাক, কেটো না’—কে বলে?

 

ক. নতুন লোক খ. কবি

 

গ. কবিরাজ ঘ. বিজ্ঞরা

 

সঠিক উত্তর : ঘ

 

২৫. ‘বাহ, কী সুন্দর পাতাগুলি’—বাক্যটিতে কিসের প্রকাশ ঘটেছে?

 

ক. মায়ার খ. ব্যঙ্গর

 

গ. স্তুতির ঘ. মুগ্ধতার

 

সঠিক উত্তর : ঘ

 

২৬. ‘নিমগাছটার ইচ্ছে করতে লাগল, লোকটার সঙ্গে চলে যায়’— ‘লোকটা’ কে?

 

ক. কবিরাজ খ. কবি

 

গ. লেখক ঘ. চিকিৎসক

 

সঠিক উত্তর : ক

 

২৭. ‘নিমগাছ’ গল্পে নিমগাছটি কার প্রতীক?

 

ক. সর্বংসহা নারী

 

খ. সাধারণ গাছ

 

গ. ব্যথিত নারী

 

ঘ. নির্যাতিত নারী

 

সঠিক উত্তর : ক

 

২৮. ‘মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে’—এখানে কী বোঝানো হয়েছে?

 

ক. শিকড়ের বিস্তৃতি

 

খ. সংসারের জালে চারদিকে আবদ্ধ হওয়া

 

গ. গাছের বিস্তৃতি

 

ঘ. নিমগাছটির স্থিরতা

 

সঠিক উত্তর : খ

 

উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও

 

আজ আর বনভূমি ধ্বংস নয়, বনভূমি বাড়ানো প্রয়োজন। বৃক্ষ শুধু ছায়া ও শোভাই বিস্তার করে না, ফুল-ফল দান করে এবং প্রয়োজনীয় কাঠ সরবরাহ করে আমাদের অনেক উপকার করে। বৃক্ষ বা বনায়নই আমাদের জীবনধারণের সুস্থ পরিবেশের নিশ্চয়তা দান করে।

 

২৯. উদ্দীপক ও ‘নিমগাছ’ গল্পে আমরা দেখতে পাই —

 

i. বৃক্ষের দরকার নেই

 

ii. বৃক্ষের উপকারিতা

 

iii. প্রাকৃতিক সৌন্দর্য

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. i ও iii

 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : ঘ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

৩০. উদ্দীপক ও ‘নিমগাছ’ রচনায় কী প্রকাশিত হয়েছে?

 

ক. বৃক্ষের জয়গান

 

খ. বৃক্ষের নিন্দা

 

গ. বৃক্ষের সৌন্দর্য

 

ঘ. বৃক্ষনিধনের অপকারিতা

 

সঠিক উত্তর : ক

 

৩১. শনিবারের চিঠির মাধ্যমে কোন লেখকের সাহিত্যজীবন শুরু হয়?

 

ক. প্রমথ চৌধুরী খ. বিহারীলাল

 

গ. বনফুল ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

 

সঠিক উত্তর : গ

 

৩২. বনফুল শনিবারের চিঠি পত্রিকায় কী লিখতেন?

 

ক. উপন্যাস খ. গল্প

 

গ. ব্যঙ্গ কবিতা ঘ. প্রবন্ধ

 

সঠিক উত্তর : গ

 

৩৩. নিম পাতা কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়?

 

ক. যক্ষ্মা রোগে খ. আমাশয় রোগে

 

গ. জন্ডিসে ঘ. চুলকানিতে

 

সঠিক উত্তর : ঘ

 

৩৪. নিমগাছ কোন রোগের অব্যর্থ মহৌষধ হিসেবে কাজে লাগে?

 

ক. চর্মরোগের খ. উদরাময় রোগের

 

গ. টাইফয়েড রোগের ঘ. যক্ষ্মা রোগের

 

সঠিক উত্তর : ক

 

৩৫. নিমের কোন অংশটি কাঁচাই খাওয়া হয়?

 

ক. ছাল খ. পাতা

 

গ. ডাল ঘ. শিকড়

 

সঠিক উত্তর : খ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

৩৬. নিমের পাতা কিসের সহযোগে ভাজা হয়?

ক. ঢ্যাঁড়সের খ. পটোলের

গ. বেগুনেরঘ. আলুর

সঠিক উত্তর : গ

৩৭. মাটির ভেতর নিমগাছটির কী ছিল?

ক. কাণ্ড খ. শাখা

গ. পাতা ঘ. শিকড়

সঠিক উত্তর : ঘ

৩৮. বাড়ির পেছনে স্তূপের মধ্যে কোন গাছটি দাঁড়িয়ে রইল?

ক. আমগাছ খ. জামগাছ

গ. নিসিন্দাগাছ ঘ. নিমগাছ

সঠিক উত্তর : ঘ

৩৯. নিমগাছটির সঙ্গে কার সাদৃশ্য রয়েছে?

ক. কবির খ. কবিরাজের

গ. গৃহকর্তার ঘ. লক্ষ্মী বউটির

সঠিক উত্তর : ঘ

৪০. নিমের হাওয়া ভালো কেন?

ক. জীবাণু ধ্বংস করে বলে

খ. সুগন্ধি বলে

গ. দুর্গন্ধ নেই বলে

ঘ. দখিনা বাতাস বলে

সঠিক উত্তর : ক