অধ্যায়-১২ : বাংলাদেশ ও বিশ্ব, পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

প্রশ্ন-১। জাতিসংঘের প্রশাসনিক শাখার নাম লেখো।

উত্তর : জাতিসংঘের প্রশাসনিক শাখার নাম ‘সচিবালয়’।

 

প্রশ্ন-২। জাতিসংঘের চারটি উন্নয়নমূলক সংস্থার নাম লেখো।

উত্তর : জাতিসংঘের চারটি উন্নয়নমূলক সংস্থা হচ্ছে— ১. ইউনিসেফ; ২. ইউনেস্কো; ৩. ইউএনডিপি; ৪. বিশ্বব্যাংক।

প্রশ্ন-৩। পৃথিবীতে বাংলাদেশসহ কতটি দেশ আছে?

উত্তর : ১৯৫টি।

 

প্রশ্ন-৪। বিশ্বের দেশগুলোর মধ্যে কী কী থাকা খুবই প্রয়োজন?

উত্তর : ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব।

 

 

প্রশ্ন-৫। বিশ্বের দেশগুলোর মধ্যে কীভাবে বন্ধুত্ব, সম্প্রীতি এবং সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠেছে?

উত্তর : বিশ্বের দেশগুলো বিভিন্ন দিক দিয়ে একটি অপরটির ওপর নির্ভরশীল। এভাবেই দেশগুলোর মধ্যে গড়ে উঠেছে বন্ধুত্ব, সম্প্রীতি এবং সহযোগিতামূলক সম্পর্ক।

 

প্রশ্ন-৬। কেন ও কখন জাতিসংঘ গঠিত হয়?

উত্তর : সম্প্রীতি ও সহযোগিতার প্রয়োজন উপলব্ধি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ গঠিত হয়।

 

 

প্রশ্ন-৭। জাতিসংঘের প্রধান লক্ষ্য কী?

উত্তর : জাতিসংঘের প্রধান লক্ষ্য বিশ্ব শান্তি প্রতিষ্ঠা।

 

প্রশ্ন-৮। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

উত্তর : স্বাধীনতা লাভের পর ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রশ্ন-৯। বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা কত?

উত্তর : বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা ১৯৩।

 

প্রশ্ন-১০। সাধারণ পরিষদে কত সালে কোন বাংলাদেশি সভাপতির দায়িত্ব পালন করেছেন?

উত্তর : ১৯৮৬ সালে হুমায়ুন রশীদ চৌধুরী সভাপতির দায়িত্ব পালন করেছেন।

 

 

প্রশ্ন-১১। আন্তর্জাতিক আদালতের কাজ কী?

উত্তর : সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমানাসহ দেশের অন্য যেকোনো বিরোধ মীমাংসা করা।

 

প্রশ্ন-১২। কোন আদালতের মাধ্যমে কখন বঙ্গোপসাগরের সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে একটি বিরোধে বাংলাদেশ নিজের পক্ষে রায় পায়?

উত্তর : আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ২০১২ সালে।

 

 

প্রশ্ন-১৩। বর্তমানে জাতিসংঘের কোন শাখার কাজ নেই বললেই চলে?

উত্তর : অছি পরিষদের।

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রশ্ন-১৪। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কার্যাবলি সম্পর্কে লেখো।

উত্তর : এটি বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক, অর্থনৈতিক সমস্যা যেমন : দারিদ্র্য দূরীকরণ, শিক্ষা, বেকারত্ব ইত্যাদি ক্ষেত্রে জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে থাকে।

 

প্রশ্ন-১৫। বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে জাতিসংঘের কোন শাখা?

উত্তর : নিরাপত্তা পরিষদ।

 

প্রশ্ন-১৬। নিরাপত্তা পরিষদের পাঁচটি সদস্য রাষ্ট্রের নাম লেখো।

উত্তর : নিরাপত্তা পরিষদের পাঁচটি সদস্য রাষ্ট্র হলো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও গণচীন।

 

 

প্রশ্ন-১৭। সার্কের চারটি উদ্দেশ্য লেখো।

উত্তর : সার্ক গঠনের কতগুলো লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে। এর মধ্যে চারটি উদ্দেশ্য নিম্নরূপ :

১. সদস্য দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি ও পরস্পর মিলেমিশে চলা।

২. সদস্য দেশগুলোর স্বাধীনতা রক্ষা ও ভৌগোলিক সীমা মেনে চলা।

৩. এক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা।

৪. সদস্য দেশগুলোর অর্থনৈতিক , সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার দ্রুত উন্নয়ন করা।

 

প্রশ্ন-১৮। জাতিসংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর : বিশ্বে এ পর্যন্ত দুটি বিশ্বযুদ্ধ হয়েছে। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অগণিত মৃত্যু ও ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটে। তখন বিশ্বে শান্তি প্রতিষ্ঠা জরুরি হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরই ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর জাতিসংঘ গঠিত হয়। সুতরাং বলা যায়, যুদ্ধ এড়িয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়েই জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রশ্ন-১৯। ইউনিসেফের কয়েকটি কাজ বর্ণনা করো।
উত্তর : জাতিসংঘের কয়েকটি সংস্থা সদস্য রাষ্ট্রগুলোর জন্য উন্নয়নমূলক কাজ পরিচালনা করে। ইউনিসেফ এদের মধ্যে একটি। ইউনিসেফ-এর পুরো নাম ‘জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল’। এ সংস্থাটি যেসব কাজ পরিচালনা করে তার মধ্যে উল্লেখযোগ্য হলো :
১. এটি শিশুদের প্রাথমিক শিক্ষার জন্য কাজ করে।
২. গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ করে।
৩. স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি করে।
৪. মা ও শিশুর স্বাস্থ্য রক্ষায় কাজ করে।
৫. শিশুদের বিভিন্ন রোগের প্রতিষেধক টিকা দেওয়ার ব্যবস্থা করে।