প্রশ্ন-১. ইমানের মৌলিক বিষয় কয়টি?
উত্তর : সাতটি।
প্রশ্ন-২. পৃথিবীতে রাসুলের সংখ্যা কত?
উত্তর : ৩১৩।
প্রশ্ন-৩. ‘জাহান্নাম’ কোন ভাষার শব্দ?
উত্তর : আরবি।
প্রশ্ন-৪. বড় আসমানি কিতাব কয়খানা?
উত্তর : ৪।
প্রশ্ন-৫. ‘আকিদা’ শব্দের অর্থ কি?
উত্তর : বিশ্বাস।
প্রশ্ন-৬. নিফাক কোন ধরনের পাপ?
উত্তর : জঘন্যতম পাপ।
প্রশ্ন-৭. আসমাউল হুসনা কয়টি?
উত্তর : ৯৯টি।
প্রশ্ন-৮. ‘চিঠি’ এর আরবি প্রতিশব্দ কি?
উত্তর : রিসালাত।
প্রশ্ন-৯. শাফাআতে উযমা এর অধিকারী কে?
উত্তর : হযরত মুহাম্মাদ (স.)।
প্রশ্ন-১০. ইসলামের চরম শত্রু কারা?
উত্তর : মুনাফিকরা।
প্রশ্ন-১১. ইমানের কয়টি দিক রয়েছে?
উত্তর : ৩টি।
প্রশ্ন-১২. শাফাআত কয় প্রকার?
উত্তর : দুই।
প্রশ্ন-১৩. ‘রাউফুন’ শব্দের অর্থ কি?
উত্তর : পরম দয়ালু।
প্রশ্ন-১৪. বেহেশত কোন ভাষার শব্দ?
উত্তর : ফারসি।
প্রশ্ন-১৫. হুসনা শব্দের অর্থ কি?
উত্তর : সুন্দর।
প্রশ্ন-১৬. আখিরাতের পর্যায় কয়টি?
উত্তর : দুটি।
প্রশ্ন-১৭. খতমে নবুয়ত অর্থ কি?
উত্তর : নবুয়তের সমাপ্তি।
প্রশ্ন-১৮. প্রসিদ্ধ ফেরেশতা কয়জন?
উত্তর : ৪।
প্রশ্ন-১৯. নৈতিকতার আদর্শ কে?
উত্তর : আল্লাহ ও রাসুল।
প্রশ্ন-২০. ‘আবৃত স্থান’ এর আরবি প্রতিশব্দ কি?
উত্তর : জান্নাত।
প্রশ্ন-২১. ইমানের বহিঃপ্রকাশ কোনটি?
উত্তর : ইসলাম।
প্রশ্ন-২২. শাফায়াতে কুবরা কখন হবে?
উত্তর : কিয়ামতে।
প্রশ্ন-২৩. জান্নাত লাভের জন্য সর্বপ্রথম কী করতে হবে?
উত্তর : ইমান আনতে হবে।
প্রশ্ন-২৪. আল্লাহ তায়ালার পবিত্র বাণীসমষ্টি কী নামে পরিচিত?
উত্তর : কিতাব।
প্রশ্ন-২৫. নবী-রাসুলের দায়িত্বকে কী বলে?
উত্তর : রিসালাত।
প্রশ্ন-২৬. ইসলামের প্রধান ভিত্তি কোনটি?
উত্তর : ইসলামের প্রধান ভিত্তি হলো আকাইদ।
প্রশ্ন-২৭. আকিদা কী?
উত্তর : ইসলামের মৌলিক বিষয়ের ওপর দৃঢ় বিশ্বাসই আকিদা।
প্রশ্ন-২৮. ইমানের মূলকথা কী?
উত্তর : ইমানের মূলকথা হলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মাদ (স.) আল্লাহর রাসুল।
প্রশ্ন-২৯. ‘ইমান’ শব্দের অর্থ কি?
উত্তর : ‘ইমান’ শব্দের অর্থ বিশ্বাস বা আস্থা স্থাপন করা, স্বীকৃতি দেওয়া, নির্ভর করা, মেনে নেওয়া প্রভৃতি।
প্রশ্ন-৩০. ইমানের সর্বপ্রথম বিষয় কি?
উত্তর : ইমানের সর্বপ্রথম বিষয় হলো আল্লাহ তায়ালার প্রতি বিশ্বাস।
প্রশ্ন-৩১. মুমিন ব্যক্তি কার আনুগত্য করে?
উত্তর : মুমিন ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করে।
প্রশ্ন-৩২. নিফাক কি?
উত্তর : মুখে ইমানের স্বীকার অন্তরে অবিশ্বাস করাকে নিফাক বলে।
প্রশ্ন-৩৩. মুনাফিক কারা?
উত্তর : যাদের মধ্যে নিফাক তথা ভণ্ডামি, প্রতারণা, কপটতা, ধোঁকাবাজি প্রভূতি বিদ্যমান থাকে তারাই মুনাফিক।
প্রশ্ন-৩৪. নিফাক শব্দের অর্থ কি?
উত্তর : নিফাক শব্দের অর্থ ভণ্ডামি, কপটতা, প্রতারণা, দ্বিমুখী নীতি ইত্যাদি।
প্রশ্ন-৩৫. বারযাখ কি?
উত্তর : বারযাখ হলো কবরের জীবন।
প্রশ্ন-৩৬. আখিরাতের পর্যায় কয়টি?
উত্তর : আখিরাতের পর্যায় দুটি।
প্রশ্ন-৩৭. কিয়ামত অর্থ কি?
উত্তর : কিয়ামত অর্থ দণ্ডায়মাণ হওয়া।