প্রশ্ন-১. রান্নার পাত্র হিসেবে নতুন চকচকে পাত্রের চেয়ে পুরনো কালিমাখা পাত্র বেশি উপযোগী কেন?
উত্তর : কালিমাখা পাত্র বেশির ভাগ তাপ শোষণ করে দ্রুত উত্তপ্ত হয়। কিন্তু নতুন চকচকে পাত্র বেশি তাপ শোষণ করতে পারে না, বেশির ভাগ তাপ চকচকে তল থেকে প্রতিফলিত হয়ে যায়। কালিমাখা পাত্রের শোষণ ক্ষমতা বেশি বলে রান্নার কাজে এটি বেশি উপযোগী।
প্রশ্ন-২. মৌলিক একক কী?
উত্তর : যে একক স্বাধীন অর্থাৎ অন্য কোনো এককের উপর নির্ভর করে না তাদেরকে মৌলিক একক বলে।
প্রশ্ন-৩. CT Scan এর পূর্ণরূপ কি?
উত্তর : CT Scan এর পূর্ণরূপ হলো Computed Tomography Scan।
প্রশ্ন-৪. চৌম্বক ফ্লাক্সের এস আই একক কি?
উত্তর : চৌম্বক ফ্লাক্সের এস আই একক টেসলা-মিটার2 (T.m2)। একে ওয়েবার বলা হয়।
প্রশ্ন-৫. দর্পণের মেরু কাকে বলে?
উত্তর : গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যে বিন্দুকে দর্পণের মেরু বলে।
প্রশ্ন-৬. F.P.S পদ্ধতিতে কাজের একক কোনটি?
উত্তর : ft Poundal
প্রশ্ন-৭. পর্যায়কাল কাকে বলে?
উত্তর : একটি পূর্ণদোলন সম্পন্ন করতে কোনো কম্পমান বস্তুর যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। একে T দ্বারা সূচিত করা হয়।
প্রশ্ন-৮. কম্পাঙ্ক কাকে বলে? কম্পাঙ্কের একক কি?
উত্তর : কোনো একটি কম্পমান বস্তু প্রতি সেকেন্ড যে কয়টি পূর্ণ দোলন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলে। কম্পাঙ্কের একক হার্জ (Hz)।
প্রশ্ন-৯. সৌরচুল্লি কীভাবে তৈরি হয়?
উত্তর : সূর্য কিরণকে ধাতব প্রতিফলকের সাহায্যে প্রতিফলিত করে তৈরি হয় সৌরচুল্লি। এ চুল্লিতে রান্না করা যায়।
প্রশ্ন-১০. ক্যান্ডেলা কী?
উত্তর : ক্যান্ডেলা হলো আলোক ঔজ্জ্বল্যের একক।
প্রশ্ন-১১. সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কী?
উত্তর : সিজিএস পদ্ধতিতে আয়তনের একক ঘন সেন্টিমিটার।
প্রশ্ন-১২. আধান বলতে কী বোঝ?
উত্তর : পদার্থের মৌলিক কণাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মই হলো আধান।
প্রশ্ন-১৩. কুলম্বের সূত্রটি লিখ।
উত্তর : নির্দিষ্ট মাধ্যমে দুটি আহিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তাদের আধানের গুণফরের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যাস্তানুপাতিক এবং এর বল এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিযা করে।
প্রশ্ন-১৪. রাশি কয় প্রকার?
উত্তর : রাশি দুই প্রকার। যথা: ১) সাদিক রাশি বা ভেক্টর রাশি ও ২) নির্দিক রাশি বা স্কেলার রাশি।
প্রশ্ন-১৫. মহাকর্ষ বল কাকে বলে?
উত্তর : মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে।
প্রশ্ন-১৬. সরল তড়িৎ কোষে কী কী ত্রুটি দেখা যায়?
উত্তর : সরল তড়িৎ কোষে দুটি প্রধান ত্রুটি দেখা যায়। যথা : ক. স্থানীয় ক্রিয়া; খ. পোলারায়ন।
প্রশ্ন-১৭. ব্যতিচার কাকে বলে?
উত্তর : দুটি সুসংহত উৎস হতে নিঃসৃত সমান কম্পাঙ্ক ও বিস্তারের দুটি আলোক তরঙ্গ কোনো মাধ্যমের কোনো একটি বিন্দুর মধ্য দিয়ে একই সঙ্গে গমন করলে তরঙ্গ দুটির উপরিপাতনের ফলে বিন্দুটি কখনও কখনও খুব উজ্জ্বল ও কখনও কখনও অন্ধকার দেখায়। আলোকের এ ঘটনাকে ব্যতিচার বলে।
প্রশ্ন-১৮. পরিমাপ কাকে বলে?
উত্তর : পরিমাপ যােগ্য কোনাে কিছুর পরিমান নির্ণয় করাকেই পরিমাপ বলে।
প্রশ্ন-১৯. একটি ভালো সমতল দর্পণের বৈশিষ্ট্য কি কি?
উত্তরঃ একটি ভালো সমতল দর্পণের নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন–
- দর্পণের পৃষ্ঠ সমতল হবে।
- দর্পণের পুরুত্ব কম ও সুষম হবে।
- দর্পণের পেছনের তলের ধাতব প্রলেপ ভালো হতে হবে।
- দর্পণের কাচ বায়ু বুদবুদ শূন্য হবে।
- দর্পণ বর্ণহীন হতে হবে।
প্রশ্ন-২০. রাডার কিভাবে কাজ করে?
উত্তর : প্রতিধ্বনি সৃষ্টির নীতি অনুসারে রাডার কাজ করে।