১.প্রতিটি HTML ডকুমেন্টকে কী বলে?
ক.ফ্রেম
খ.সেট
গ.ফ্রেম সেট
ঘ.ফ্রেম ট্যাগ
উত্তর:ক.ফ্রেম
২.ওয়েবসাইটের লে-আউটকে কী বলে?
ক.টেমপ্লেট
খ.টেক্সট
গ.ফরমেটিং
ঘ.ট্যাগ
উত্তর:ক.টেমপ্লেট
৩.যদি একটি ফন্টের বিভিন্ন সংস্করণ হিসেবে প্রকাশ করা হয় তাকে কী বলে?
ক.ফন্ট
খ.ফন্ট ফ্যামিলি
গ.ফন্ট স্টাইল
ঘ.ফন্ট সাইজ
উত্তর:খ.ফন্ট ফ্যামিলি
৪.ফন্টের নাম পরিবর্তন করতে কোন এট্রিবিউট ব্যবহৃত হয়?
ক.size
খ.font
গ.face
ঘ.name
উত্তর:গ.face
৫.HTML এ বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোন এট্রিবিউট প্রয়োজন?
ক.font
খ.href
গ.face
ঘ.src
উত্তর:গ.face
৬.নীল কালারের কোড হলো-
ক.RGB(0,0,255)
খ.RGB(0,255,0)
গ.RGB(0,255,255)
ঘ.RGB(255,0,0)
উত্তর:ক.RGB(0,0,255)
৭.RGB(255,255,255)দ্বারা কোন রং নির্দেশ করে?
ক.লাল
খ.সবুজ
গ.সাদা
ঘ.নীল
উত্তর:গ.সাদা
উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও:
মি. কালাম তার ওয়েব পেজে ইমেজ সংযোজন করলেন। কিন্তু কোনভাবেই ব্রাউজারে তার সংযোজিত ইমেজটি প্রদর্শিত হচ্ছে না।
৮.মি. কালাম যে প্রকারের ট্যাগ ব্যবহার করেছেন তার সাথে সঙ্গতিপূর্ণ ট্যাগ কোনটি?
ক.<B>
খ.<A>
গ.<Br>
ঘ.<U>
উত্তর:গ.<Br>
৯.মি. কালাম এর সঠিক ফলাফল না পাওয়ার কারণগুলো হলো-
i. ফাইলের নাম লিখতে ভুল করা
ii.ব্রাউজার সাপোর্ট না করা
iii.সঠিক লোকেশন ব্যবহার না করা
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর : ঘ. i,ii ও iii
১০.ওয়েবপেইজের মধ্য দিয়ে লিংক করার ট্যাগ কোনটি?
ক.<a>
খ.<i>
গ.<href>
ঘ.<li>
উত্তর:ক.<a>
১১.নিচের কোনটি HTML এর Link tag?
ক.<li>………</li>
খ.<a>……</a>
গ.<ol>……</ol>
ঘ.<link>…….</link>
উত্তর:খ.<a>……</a>
নিচের উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও:
<html>
<head>
<title>This is My First Web Page</title>
</head>
<body>
<h1>This is my Website</h1>
<P><U>This is My Personal Website</U></P>
</body>
</html>
১১.উদ্দীপকের This is My Personal Website লাইনটির আউটপুটের ধরন কিরূপ হবে?
ক.বোল্ড
খ.ইটালিক
গ.আন্ডারলাইন
ঘ.বোল্ড আন্ডারলাইন
উত্তর:গ.আন্ডারলাইন
১২.উদ্দীপকের ৭ম লাইনটিতে Personal শব্দের ওপর ক্লিক করলে জীবন বৃত্তান্তের পেইজটি ওপেন করার জন্য কোন ধরনের ট্যাগ ব্যবহার করতে হবে?
ক.<a>……..</a>
খ.<b>……….</b>
গ.<p>……….</p>
ঘ.<i>………..</i>
উত্তর:ক.<a>……..</a>
নিচের উদ্দীপকটি পড় এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও:
নিরব নতুন ওয়েব ডেভেলপার । সে HTML ব্যবহার করে ওয়েব পেইজ তৈরি করে এবং হাইপারলিংকের কাজ করে।
১৩.নিরব উদ্দীপকের কাজ করতে নিচের কোন ট্যাগ ব্যবহার করে?
ক.<caption>
খ.<a>
গ.<href>
ঘ.<link>
উত্তর:খ.<a>
১৪.নিরব যে পদ্ধতিতে কাজ করেছে তার সুবিধা-
i. ওয়েবসাইটের একটা পেইজের এক অংশের সাথে একই পেইজের অন্য অংশের লিংক করা যায়
ii.ওয়েবসাইটের এক পেইজ থেকে অন্য পেইজে যাওয়া যায়
iii.এক ওয়েবসাইটের সাখে অন্য ওয়েবসােইট লিঙ্ক করা যায়
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর : ঘ. i,ii ও iii
নিচের কোডটি পড় ১৫ এবং ১৬ নং প্রশ্নের উত্তর দাও:
<html>
<body>
<p><b>First Program</b></p>
<a href=”test.html”>Test Website</a>
</body>
</html>
১৫.কোডটিতে কোন ধরনের ট্যাগ ব্যবহৃত হয়েছে?
i. ফরমেটিং
ii.হাইপারলিংক
iii.ইমেজ লিংক
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর : ক.i ও ii
১৫.ব্রাউজকারীর সময় বাঁচে কোন ট্যাগে?
ক.<br>
খ.<a>
গ.<li>
ঘ.<i>
উত্তর:খ.<a>
নিচের কোডটি পড় এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও:
<a href=”url”>link text</a>
১৫.উক্ত কোডের “url” দ্বারা বোঝায়-
ক.ওয়েব পৃষ্ঠার পূর্ণ ঠিকানা
খ.টেবিলের পূর্ণ ঠিকানা
গ.কলেজের ঠিকানা
ঘ.যেকোনো ঠিকানা
উত্তর:ক.ওয়েব পৃষ্ঠার পূর্ণ ঠিকানা
১৬.উক্ত কোড থেকে বুঝায়-
i. href দ্বারা লিঙ্কের ঠিকানা
ii.url দ্বারা ওয়েব পৃষ্ঠার পূর্ণ ঠিকানা
iii.<a> দ্বারা অ্যাঙ্কর এলিমেন্ট
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর : ঘ. i,ii ও iii
১৭.নিচের কোনটি ওয়েব পৃষ্ঠার পূর্ণ ঠিকানা?
ক.<a href=”www”link text</a>
খ.<a href=”url”>link text</a>
গ.<a href=”www.url”>link text</a>
ঘ.<a href=”www link text.com”</a>
উত্তর:খ.<a href=”url”>link text</a>
নিচের উদ্দীপকটি পড় এবং ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও:
লিমার তৈরিকৃত ওয়েব পেইজে একটি নতুন ছবি সংযুক্ত করল। এর ফলে তার পেইজটি আরও দৃষ্টিনন্দন হলো।
১৮.লিমা যে ট্যাগ ব্যবহার করে ছবি সংযুক্ত করল সেই ট্যাগের প্রকারভেদের সাথে নিচের কোন ট্যাগের মিল রয়েছে?
ক.<html>
খ.<br>
গ.<body>
ঘ.<pre>
উত্তর:খ.<br>
১৯.লিমা যে ছবিটি সংযুক্ত করেছে তা হতে পারে-
i. jpg
ii. bmp
iii. png
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর : ঘ. i,ii ও iii
২০.ব্রাউজার যদি কোন কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে কোনো টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহৃদ অ্যাট্রিবিউট কোনটি?
ক.src
খ.title
গ.alt
ঘ.align
উত্তর:গ.alt