পঞ্চম অধ্যায় : আদর্শ জীবনচরিত, অষ্টম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রশ্ন-১. কত হিজরিতে মক্কা বিজয় হয়?

উত্তর : অষ্টম।

 

প্রশ্ন-২. হযরত মুসা (আ.) কত বছর বয়সে ইন্তেকাল করেন?

উত্তর : ১২০।

 

প্রশ্ন-৩. ‘কালিমাতুল্লাহ’ কার উপাধি?

উত্তর : হযরত ঈসা (আ.)।

 

 

প্রশ্ন-৪. তুয়া উপত্যকা কোন পাহাড়ের পাদদেশে অবস্থিত?

উত্তর : তুর।

 

প্রশ্ন-৫. ‘রাহুল্লাহ’ কাকে বলা হয়?

উত্তর : হযরত ঈসা (আ.)।

 

 

প্রশ্ন-৬. হযরত আয়েশা (রা) এর বর্ণিত হাদিস সংখ্যা কত?

উত্তর : ২২১০টি।

 

প্রশ্ন-৭. হযরত আয়েশা (রা) কত বছর বয়সে ইন্তেকাল করেন?

উত্তর : ৬৪।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রশ্ন-৮. বায়ুতল মুকাদ্দাস নির্মাণে ৩০ হাজার শ্রমিকের কত বছর লেগেছিল?

উত্তর : ৭।

 

প্রশ্ন-৯. কত খ্রিস্টাব্দে মহানবি (স.) বিদায় হজের ভাষণ দেন?

উত্তর : ৬৩২।

 

 

প্রশ্ন-১০. হযরত ঈসা (আ.) কোথায় জন্ম গ্রহণ করেন?

উত্তর : বাইত লাহমে।

 

প্রশ্ন-১১. কোন নবির জন্য জিনেরা সমুদ্র হতে মুক্তা সংগ্রহ করে আনতো?

উত্তর : হযরত সুলায়মান (আ.)।

 

 

প্রশ্ন-১২. হযরত মুসা (আ.) কেন ‘কালিমুল্লাহ’ বলা হতো?

উত্তর : আল্লাহর সাথে সরাসরি কথা বলার জন্য।

 

 

 

 

 

 

 

 

 

 

প্রশ্ন-১৩. ‘উমাইয়া সাধু’ কাকে বলা হয়?

উত্তর : হযরত উমর ইবনে আব্দুল আজিজ (রা.) কে।

 

প্রশ্ন-১৪. ‘হুদহুদ’ পাখি কোন নবি (আ.) এর গোয়েন্দা ছিলেন?

উত্তর : হযরত সুলায়মান (আ.)।

 

প্রশ্ন-১৫. হযরত ঈসা (আ.) কে কোথায় দাফন করা হয়?

উত্তর : মদিনায়।

 

 

প্রশ্ন-১৬. ‘ফাতহুম মুবিন’ দ্বারা কী বুঝানো হয়?

উত্তর : হুদায়বিয়ার সন্ধি।

 

প্রশ্ন-১৭. ফাতহুম মুবিন অর্থ কি?

উত্তর : সুস্পষ্ট বিজয়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রশ্ন-১৮. হুমায়রা কার উপাধি?

উত্তর : আয়েশা (রা.) এর।

 

প্রশ্ন-১৯. রাবেয়া শব্দের অর্থ কি?

উত্তর : চতুর্থ।

 

প্রশ্ন-২০. কোন নবি পশুপাখি ও জীবজন্তুর ভাষা বুঝতেন?

উত্তর : হযরত সুলায়মান (আ.)।

 

প্রশ্ন-২১. মহানবি (সা.) কোথায় বিদায় হজের ভাষণ দিয়েছিলেন?

উত্তর : জাবালে রহমতে।

 

প্রশ্ন-২২. প্রাচীনকালে মিসরীয় বাদশাদের কী বলা হতো?

উত্তর : ফিরাউন।

 

প্রশ্ন-২৩. হযরত রাবেয়া বসরি (র.) এর নামে রাবেয়া শব্দটি যুক্ত করা হয়েছে কেন?

উত্তর : পরিবারের চতুর্থ সন্তান ছিলেন বলে।

 

প্রশ্ন-২৪. হযরত আয়েশা (রা.) এর বিবাহের দেনমহর কত দিরহাম ছিল?

উত্তর : ৪৮০।

 

প্রশ্ন-২৫. হযরত মুসা (আ) এর জামানার ফিরআউনের নাম কী?

উত্তর : হযরত মুসা (আ) এর জামানার ফিরআউনের নাম ছিল ওয়ালিদ ইবনে মুসআব।

 

প্রশ্ন-২৬. মুসা (আ.) কোথায় হিজরত করেছিলেন?

উত্তর : মুসা (আ.) মাদইয়ানে হিজরত করেছিলেন।

 

প্রশ্ন-২৭. নীলনদ কোন দেশে অবস্থিত?

উত্তর : নীলনদ মিসরে অবস্থিত।

 

প্রশ্ন-২৮. মুসা (আ)-এর ওপর কোন কিতাব অবতীর্ণ হয়েছিল?

উত্তর : মুসা (আ)-এর ওপর তাওরাত কিতাব অবতীর্ণ হয়েছিল।

 

প্রশ্ন-২৯. কালিমুল্লাহ কার উপাধি?

উত্তর : কালিমুল্লাহ মুসা (আ.) এর উপাধি।

 

প্রশ্ন-৩০. হযরত ঈসা (আ.) কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর : হযরত ঈসা (আ.) ফিলিস্তিনের বেথেলহাম নামক গ্রামে জন্মগ্রহণ করেন।

 

 

 

 

 

 

 

 

 

 

প্রশ্ন-৩১. ঈসা (আ.)-এর মাতার নাম কী?

উত্তর : ঈসা (আ.)-এর মাতার নাম মারিয়াম।

 

প্রশ্ন-৩২. কার জন্ম সাল থেকে খ্রিষ্টাব্দ গণনা শুরু হয়?

উত্তর : হযরত ঈসা (আ.)-এর জন্ম সাল থেকে খ্রিষ্টাব্দ গণনা শুরু হয়।

 

প্রশ্ন-৩৩. আল্লাহ তায়ালা কোন নবিকে মৃতকে জীবিত করার ক্ষমতা দিয়েছিলেন?

উত্তর : আল্লাহ তায়ালা হযরত ঈসা (আ.) কে মৃতকে জীবিত করার ক্ষমতা দিয়েছিলেন?

 

প্রশ্ন-৩৪. কাকে দ্বিতীয় রামসিস বলা হয়?

উত্তর : ফিরআউনকে দ্বিতীয় রামসিস বলা হয়।

 

প্রশ্ন-৩৫. সর্বশ্রেষ্ঠ আদর্শ কে?

উত্তর : হযরত মুহাম্মদ (স.) হলেন সর্বশ্রেষ্ঠ আদর্শ।

 

প্রশ্ন-৩৬. ‘ফাতহুম মুবিন’ কী?

উত্তর : হুদায়বিয়ার সন্ধিই ফাতহুম মুবিন বা প্রকাশ্য বিজয়।

 

প্রশ্ন-৩৭. ‘মুজিযা’ কী?

উত্তর : মহান আল্লাহর পক্ষ থেকে নবি-রাসুলদের প্রদানকৃত অলৌকিক ক্ষমতাই মুজিযা।

 

প্রশ্ন-৩৮. মুহাজির কারা?

উত্তর : যেসব সাহাবি (রা.) মক্কায় কাফেরদের নির্যাতনের শিকার হয়ে মদিনায় হিজরত করেছিলেন তাঁরাই মুহাজির।

 

প্রশ্ন-৩৯. আনসার কাকে বলে?

উত্তর : যারা মুহাজিরদের সহযোগিতা করেছিল তাদেরকে আনসার বলা হয়।

 

প্রশ্ন-৪০. হযরত আয়েশা (রা.)-এর পিতার নাম কী?

উত্তর : হযরত আয়েশা (রা.)-এর পিতার নাম আবু বকর (রা.)।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রশ্ন-৪১. হযরত আয়েশা (রা.)-এর উপাধি কী ছিল?
উত্তর : হযরত আয়েশা (রা.)-এর উপাধি ছিল ‘সিদ্দিকা’ ও ‘হুমায়রা’।

প্রশ্ন-৪২. হযরত উমর ইবনে আব্দুল আজিজ (র.) কোন বংশে জন্মগ্রহণ করেন?
উত্তর : হযরত উমর ইবনে আব্দুল আজিজ (র.) উমাইয়া বংশে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন-৪৩. মুজতাহিদ কে?
উত্তর : যিনি ইসলামি আইনশাস্ত্র নিয়ে গবেষণা করেন তিনিই মুজতাহিদ।

প্রশ্ন-৪৪. কোন যুদ্ধে আয়েশা (রা.)-এর গলার হার হারিয়ে যায়?
উত্তর : বনু মুত্তালিক যুদ্ধে আয়েশা (রা.)-এর গলার হার হারিয়ে যায়।

প্রশ্ন-৪৫. উমাইয়া সাধু কে?
উত্তর : উমাইয়া সাধু হলেন হযরত উমর ইবনে আব্দুল আজিজ (র.)।

প্রশ্ন-৪৬. হাদিস সংকলনের জন্য কে সরকারিভাবে নির্দেশ দিয়েছিলেন?
উত্তর : হাদিস সংকলনের জন্য উমর বিন আব্দুল আজিজ (র.) সরকারিভাবে নির্দেশ দিয়েছিলেন।

প্রশ্ন-৪৭. কাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়?
উত্তর : উমাইয়া খলিফা উমর বিন আবদুল আজিজকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়।

প্রশ্ন-৪৮. ফকিহ কাদের বলা হয়?
উত্তর : ইসলামি আইনশাস্ত্রে বিশেষজ্ঞদের ফকিহ বলা হয়।

প্রশ্ন-৪৯. হযরত রাবেয়া বসরি (র.) কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর : হযরত রাবেয়া বসরি (র.) ৭১৭ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন-৫০. ‘ওলি’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘ওলি’ শব্দের অর্থ বন্ধু।