প্রশ্ন-১. তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে?
উত্তর : যেসব পদার্থ তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া করে অন্য পদার্থে পরিণত হয় তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে।
প্রশ্ন-২. বর্ণালি কি?
উত্তর : বর্ণালি হলো বিভিন্ন বর্ণের আলোর সমাবেশ।
প্রশ্ন-৩. তড়িৎদ্বার কি?
উত্তর : তড়িৎদ্বার হল ধাতব বা অধাতব বিদ্যুৎ পরিবাহী।
প্রশ্ন-৪. বিক্রিয়ক কাকে বলে?
উত্তর : রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থ অংশ গ্রহণ করে তাকে বিক্রিয়ক বলে।
প্রশ্ন-৫. খনিজ পানি কি?
উত্তর : খনিজ লবণ যুক্ত পানিকে খনিজ পানি বলে। পাতিত পানি ছাড়া সকল পানিই খনিজ।
প্রশ্ন-৬. গ্যাটারম্যান বিক্রিয়া কি?
উত্তর : বেনজিন ডায়াজোনিয়াম লবণকে কপার চূর্ণ ও হ্যালোজেন এসিডসহ উত্তপ্ত করলে ডায়াজোমূলক হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়। এ বিক্রিয়াকে গ্যাটারম্যান বিক্রিয়া বলে।
প্রশ্ন-৭. দ্রাবক কাকে বলে?
উত্তর : যে পদার্থ (সাধারণত তরল) অন্যান্য পদার্থকে (দ্রাব) দ্রবীভূত করতে পারে তাকে দ্রাবক বলে।
প্রশ্ন-৮. আণবিক বিক্রিয়া কাকে বলে?
উত্তর : কোন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কের অণুর সংখ্যা এক হলে তাকে এক আণবিক বিক্রিয়া বলে।
প্রশ্ন-৯. গবেষণা কি?
উত্তর : পরীক্ষা-নিরীক্ষার সাহায্যে কোনাে কিছু জানার চেষ্টাই হলাে গবেষণা।
প্রশ্ন-১০. আর্দ্র বায়ু ও শুষ্ক বায়ুর মধ্যে কোনটির ব্যাপনের হার বেশি?
উত্তরঃ আর্দ্র বায়ু ও শুষ্ক বায়ুর মধ্যে আর্দ্র বায়ুর ব্যাপনের হার বেশি। কারণ আর্দ্র বায়ু হতে শুষ্ক বায়ু বেশি ভারী। এখানে, শুষ্ক বায়ুর উপাদানের আণবিক ভর বেশি। আবার আণবিক ভর ব্যাপনের হারের ব্যস্তানুপাতিক। তাই, আর্দ্র বায়ু ও শুষ্ক বায়ুর মধ্যে আর্দ্র বায়ুর ব্যাপনের হার বেশি।
প্রশ্ন-১১. আংশিক পাতন কাকে বলে?
উত্তর : যে পাতন পদ্ধতিতে ভিন্ন স্ফুটনাঙ্কবিশিষ্ট দুই বা ততোধিক তরল পদার্থের দ্রবণ হতে তাদের উপাদানগুলোকে সম্পূর্ণরূপে আলাদা করা হয় তাকে আংশিক পাতন বলে।
প্রশ্ন-১২. গড় বর্গবেগ কাকে বলে?
উত্তর : গ্যাসের অণুগুলোর বেগের বর্গের গড়কে গড় বর্গবেগ বলে।
প্রশ্ন-১৩. লবণসেতু কী?
উত্তর : তড়িৎ রাসায়নিক কোষের দুটি ভিন্ন অর্ধকোষের মধ্যে আয়নের অসমতা দূর করার জন্য অর্ধকোষদ্বয় সংযোগকারী লবণপূর্ণ কাচণলকে লবণসেতু বলা হয়।
প্রশ্ন-১৪. রেসিমিক মিশ্রণ কাকে বলে?
উত্তর : সমমোলার পরিমাণ d ও l সমাণুর মিশ্রণকে রেসিমিক মিশ্রণ।
প্রশ্ন-১৫. মোল ভগ্নাংশ কাকে বলে?
উত্তর : একটি দ্রবণের কোনো উপাদানের (দ্রবের ও দ্রাবকের) মোল সংখ্যা এবং দ্রবণে উপস্থিত সকল উপাদানের (দ্রব ও দ্রাবকের) মোট মোল সংখ্যার অনুপাতকে ঐ উপাদানের মোল ভগ্নাংশ বলে।
প্রশ্ন-১৬. বাষ্প ঘনত্ব কাকে বলে?
উত্তর : একই তাপমাত্রা ও চাপে কোন গ্যাস বা বাষ্পের যে কোন আয়তনের ভর এবং তার সমআয়তন হাইড্রোজেন গ্যাসের ভরের অনুপাতকে ঐ গ্যাসের বা বাষ্পের বাষ্প ঘনত্ব বলে। বাষ্প ঘনত্বকে D দ্বারা প্রকাশ করা হয়।
প্রশ্ন-১৭. লাইম ওয়াটার (Lime water) কাকে বলে?
উত্তর : পানিতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড (Ca(OH)2) এর সম্পৃক্ত দ্রবণকে লাইম ওয়াটার (Lime water) বলে। এটি সাধারণত ঘরবাড়ি হোয়াইট ওয়াশ করতে ব্যবহার করা হয়।
প্রশ্ন-১৮. পরমাণুর মূল কণিকা কয়টি ও কি কি?
উত্তর : পরমাণুর মূল কণিকা তিনটি। এগুলো হলো– প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন।
প্রশ্ন-১৯. পরমাণু কেন আধানগ্রস্ত হয়?
উত্তর : বন্ধন গঠনের সময় পরমাণু হতে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা বর্জন হলে পরমাণু আধানগ্রস্ত হয়।
প্রশ্ন-২০. তুঁতের দ্রবণের সাথে আয়রনের বিক্রিয়া কোন শ্রেণির বিক্রিয়া?
উত্তর : প্রতিস্থাপন।