১.একটি ওয়েব পেইজের প্রথম পেজকে কী বলে?
ক.Link Page
খ.Home Page
গ.Hyperlink Page
ঘ.Second Page
উত্তর:খ.Home Page
২.কোন প্রতিষ্ঠান,কোম্পানির বা ব্যক্তির নিজস্ব ওয়েব পেইজকে কী বলে?
ক.হোম পেইজ
খ.ওয়েব পেইজ
গ.ওয়েবসাইট
ঘ.ওয়েব অ্যাড্রেস
উত্তর:গ.ওয়েবসাইট
৩.গঠন বৈচিত্রের উপর ভিত্তি করে ওয়েবসাইট কত প্রকার?
ক.২
খ.৩
গ.৪
ঘ.৫
উত্তর:গ.৪
৪.ওয়েবসাইটের হায়ারারর্কিক্যাল কাঠামো কী?
ক.হোম পেইজ নির্ভর ওয়েবসাইট
খ.প্রতি পেইজের সাথে লিঙ্কড
গ.ওয়েবভিত্তিক যোগাযোগ
ঘ.দুটি পেইজের মধ্যে লিঙ্কড
উত্তর:ক.হোম পেইজ নির্ভর ওয়েবসাইট
৫.কোন ওয়েব সাইট কাঠামোতে যে কোনো পেইজ থেকে সরাসরি হোম পেইজে যাওয়া যায়?
ক.Hierarchical
খ.Network
গ.Linear
ঘ.Combination
উত্তর:খ.Network
৬.কোন স্ট্রাকচারের প্রত্যেকটি পেইজ হচ্ছে অনুক্রমিক?
ক.লিনিয়ার
খ.হায়ারার্কি
গ.নেটওয়ার্ক
ঘ.কম্বিনেশন
উত্তর:ক.লিনিয়ার
উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও:
দিদার ও তার বন্ধুরা মিলে একটি ওয়েবসাইট তৈরি করল, যেখানে ওয়েব পেইজসমূহ বহুস্তরে বিন্যস্ত।পরবর্তীতে ওয়েবসাইটটিকে ইন্টারনেটে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করল।
৭.ওয়েবসাইটটির স্ট্রাকচার কোনটি?
ক.লিনিয়ার
খ.হায়ারার্কিক্যাল
গ.হাইব্রিড
ঘ.নেটওয়ার্ক
উত্তর:খ.হায়ারার্কিক্যাল
৮. গৃহীত পদক্ষেপসমূহ হচ্ছে-
i. ডোমেইন নেইম রেজিস্ট্রেশন করা
ii.ওয়েবপেইজসমূহ সমান করা
iii.ওয়েবসাইট হোস্টিং করা
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর : খ.i ও iii
উপরোক্ত তথ্যের আলোকে ৯ ও ১০ নং প্রশ্নগুলোর উত্তর দাও:
পান্না নতুন ওয়েব পেইজ ডিজাইনার । সে HTML ব্যবহার করে কাজ । সম্প্রতি সে ওয়েব পেইজে হাইপারলিঙ্ক ব্যবহার করার পদ্ধতিতে শিখেছে।
৯.পান্না কোডিং করার জন্য কোন টেক্সট এডিটর ব্যবহার করবে?
ক.TextEdit
খ.WordStar
গ.Notepad
ঘ.SimpleText
উত্তর:গ.Notepad
১০.পান্না সম্প্রতি যে পদ্ধতিটি শিখেছে তার মাধ্যমে সে ওয়েব পেইজ-
i. সমৃদ্ধ করতে পারবে
ii.তথ্যবহুল করে তুলতে পারবে
iii.দৃষ্টি নন্দন করতে পারবে
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর : ঘ. i,ii ও iii
উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও:
দৃশ্যবল্প ১ :শুভ কলেঝে ভর্তির আবেদনের জন্য একটি সাইবার ক্যাফেতে গিয়ে একটি ইলেকট্রনিক্স ফরম পূরন করে। সেখানে বসেই সে তার মোবাইলে পূরণকৃত ফরমের আলোকে নির্দেশনামূলক একটি মেসেজ পায়।
দৃশ্যকল্প ২:
<html>,
<body>,
This is first website,
</body>,
</html>
১১.দৃশ্যকল্প ১ এ তথ্য প্রযুক্তির কোন সেবাটি গ্রহন করা হয়েছে?
ক.ওয়েবসাইট
খ.ওয়েব হোস্টিং
গ.ই-কমার্স
ঘ.ইলেকট্রনিক্স মেইলিং
উত্তর:ক.ওয়েবসাইট
১২. দৃশ্যকল্প ২ এর জন্য ব্যবহৃত হতে পারে-
i. HTML সিনটেক্স
ii.টেক্সট এডিটর
iii.ব্রাউজার সফটওয়্যার
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর : ঘ. i,ii ও iii