রোধের অনুক্রমিক সন্নিবেশ কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

উত্তর : কতকগুলো রোধকে যদি পরপর এমনভাবে সাজানো হয় যে প্রথম রোধের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, দ্বিতীয় রোধের শেষ প্রান্তের সাথে তৃতীয় রোধের প্রথম প্রান্ত এবং বাকিগুলো এভাবে সংযুক্ত থাকে এবং প্রথম রোধের প্রথম প্রান্ত ও শেষ রোধের শেষ প্রান্তের মাঝে কোনো বিদ্যুৎ উৎস থাকে তবে তাকে রোধের অনুক্রমিক সন্নিবেশ বলে।