তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশ্ন ও উত্তর (পর্ব-১)

প্রশ্ন-১. EBCDIC পূর্ণরূপ কী?

উত্তর : EBCDIC এর পূর্ণরূপ হলো Extended Binary Coded Decimal Information Code।

 

প্রশ্ন-২. সাবমেরিন ক্যাবল প্রযুক্তিতে কোন ধরনের মাধ্যম ব্যবহৃত হয়?

উত্তর : সাবমেরিন ক্যাবল প্রযুক্তিতে অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়।

 

প্রশ্ন-৩. কম্পিউটারের মূল অংশ কয়টি ও কি কি?

উত্তর : কম্পিউটারের চারটি মূল অংশ হলো ইনপুট, আউটপুট, মেমোরি এবং প্রসেসর।

 

 

প্রশ্ন-৪. MAN কাকে বলে?

উত্তর : একটি শহরের বিভিন্ন স্থানের কম্পিউটারের মধ্যে যে সংযোগ তাকে MAN বলে।

 

প্রশ্ন-৫. নিবল কি?

উত্তর : এক বাইট বা এক অকটেট এর অর্ধেক পরিমাণকে নিবল বলা হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

প্রশ্ন-৬. নিবল অর্থ কি?

উত্তর : এক নিবল অর্থ হচ্ছে চার বিট বা চারটি বাইনারি সংখ্যা।

 

প্রশ্ন-৭. বিসিডি (BCD) কি?

উত্তর : BCD শব্দের পূর্ণরূপ হলো Binary Coded Decimal। দশমিক সংখ্যার প্রতিটি অংককে সমতুল্য চার (৪) বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে BCD কোড বলে।

 

 

প্রশ্ন-৮. হাইপারলিংক কি?

উত্তর : হাইপারলিংক হলো ওয়েবের একটি রিসোর্সে অবস্থিত কোনো রেফারেন্স (ঠিকানা)।

 

প্রশ্ন-৯. ভৌগলিকভাবে কম্পিউটার নেটওয়ার্ক কয় ধরনের?

উত্তর : ভৌগলিকভাবে কম্পিউটার নেটওয়ার্ক ৪ ধরনের।

 

 

 

 

 

 

 

 

 

প্রশ্ন-১০. যান্ত্রিক ভাষা কাকে বলে?

উত্তর : কম্পিউটার যন্ত্রটি সরাসরি যে ভাষা বুঝতে পারে সেই ভাষাকে যান্ত্রিক ভাষা বলে।

 

প্রশ্ন-১১. ওয়েব ব্রাউজার (Web browser) কি?

উত্তর : ওয়েব ব্রাউজার হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (www) রিসোর্স থেকে তথ্য খুঁজে বের করা, উপস্থাপন করা এবং সংরক্ষণ করার একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওয়েব ব্রাউজার সফটওয়্যারের মাধ্যমে ইন্টারনেট ব্রাউজ করা হয়।

 

 

প্রশ্ন-১২. ফ্লোচার্ট কয় প্রকার ও কি কি?

উত্তর : ফ্লোচার্ট ২ প্রকার। যথাঃ ১। সিস্টেম ফ্লোচার্ট। ২। প্রোগ্রাম ফ্লোচার্ট।

 

 

 

 

 

 

 

 

 

 

প্রশ্ন-১৩. NIC এর পূর্ণরুপ কী?

উত্তর : NIC এর পূর্ণরুপ হচ্ছে – Network Interface Card।

 

প্রশ্ন-১৪. ক্লায়েন্ট সার্ভার ডেটাবেজ কী?

উত্তর : কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত সার্ভারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে সম্পর্কযুক্ত কোনো ডেটাবেজ সিস্টেমকে ক্লায়েন্ট সার্ভার ডেটাবেজ বলা হয়।

 

প্রশ্ন-১৫. ফর্মুলা কাকে বলে?

উত্তর : ওয়ার্কশিটে বিভিন্ন সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি গাণিতিক হিসাব-নিকাশের পদ্ধতিকে ফর্মুলা বলে। এটি ব্যবহারের মাধ্যমে অল্প সময়ে নির্ভুলভাবে হিসাব-নিকাশ করা যায়।

 

 

প্রশ্ন-১৬. ইন্টারনেট ব্রাউজ কি?

উত্তর : ইন্টারনেট ব্রাউজ হলো ওয়েবসাইটের বিভিন্ন পেজে পরিভ্রমণ অর্থাৎ ওয়েবসাইটের এক পেজ থেকে অন্য পেজে, এক সাইট থেকে অন্য সাইটে গমন করা।

 

প্রশ্ন-১৭. বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত?

উত্তর : Unicode।

 

 

 

 

 

 

 

 

 

প্রশ্ন-১৮. ক্যাপচা (captcha) কেন ব্যবহার করা হয়?

উত্তর : ক্যাপচা মূলত ব্যবহৃত হয় রোবট ও যন্ত্রকে চিহ্নিত করতে। ক্যাপচা শুধুমাত্র মানুষ পড়তে পারে। তাই নিরাপত্তার কাজে এটি ব্যবহৃত হয়।

 

প্রশ্ন-১৯. টুইস্টেড পেয়ার ক্যাবলে কয়টি পরিবাহী থাকে?

উত্তর : ২টি।

 

প্রশ্ন-২০. আইপি এড্রেস ক্যাশ করতে কত বিট প্রয়োজন?

উত্তর : ৩২ বিট।