লাইগেশন কি?
লাইগেশন হলো গর্ভনিরোধের একটি স্থায়ী পদ্ধতি। এ পদ্ধতিতে মহিলাদের ক্ষেত্রে উভয় দিকের ফেলোপিয়ান নালির অংশ কেটে বেঁধে দেয়া হয়। ফলে শুক্রাণু প্রবেশের পথ বন্ধ হয়ে যায়। যেসব দম্পতি আর সন্তান চান না তাদের জন্য এ পদ্ধতি প্রযোজ্য।
ফেলোপিয়ান নালি বা ডিম্বনালি বলতে কী বোঝায়?
জরায়ুর দুই পাশ থেকে দুটি নালি উৎপন্ন হয়ে দুই ডিম্বাশয় পর্যন্ত বিস্তৃত থাকে। এদেরকে ফেলোপিয়ান নালি বা ডিম্বনালি বলে।
প্রতিটি ফেলোপিয়ান নালি ১২ সে.মি লম্বা হয়ে থাকে। ফেলোপিয়ান নালির প্রাচীর পেশিবহুল। ফেলোপিয়ান নালির শেষ প্রান্তে অবস্থিত অংশগুলোর মতো কিছু অভিক্ষেপকে ফিমব্রি বলে। ডিম্বপাতের পর স্থলিত ডিম্বাণুকে ফেলোপিয়ান নালিতে প্রবিষ্ট করানো এর কাজ।
ফিমব্রির ঠিক আগের স্ফীত অংশকে অ্যাম্পুলা (Ampulla) বলে। এখানে শুক্রাণু বা ডিম্বাণুর মিলন বা নিষেক ঘটে।