রেকন কাকে বলে?
উত্তরঃ DNA এর যে ক্ষুদ্রতম অংশের মধ্যে ক্রসিং ওভার সম্পন্ন হয়, তাকে রেকন বলে। একে পুনঃসংযোগের চরম একক বলা হয়।
জেনেটিক ফুডের সুবিধা ও অসুবিধা লিখ।
উত্তরঃ জেনেটিক ফুডের সুবিধা ও অসুবিধা নিচে দেওয়া হলোঃ
জেনেটিক ফুডের সুবিধা
- নতুন নতুন শস্য উৎপন্ন হয়।
- রোগ ও কীটপতঙ্গ প্রতিরোধী
- পুষ্টিমান ভালো, ফলন বেশি হয়।
- কম সময়ে পরিণতি লাভ করে।
- স্বাদ ও গুণগত মান বেশি।
জেনেটিক ফুডের অসুবিধা
- দেশীয় জাতীয় শস্য হারিয়ে যেতে পারে।
- এর কারণে পেস্টিসাইড প্রতিরোধী পতঙ্গ উৎপন্ন হয় না।
- অনেক সময় এলার্জি হতে পারে।
- এতে থাকা অপ্রত্যাশিত প্রোটিন মানবদেহের ক্ষতি করতে পারে।