পেডোলজি কাকে বলে? (What is called Pedology?)
মৃত্তিকার উৎপত্তি, গঠনবৈশিষ্ট্য, শ্রেণিবিভাগ ইত্যাদি মৃত্তিকাবিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে পেডোলজি বলে। মৃত্তিকাবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাখা হলো পেডোলজি।
এডাফোলজি কাকে বলে? (What is called Edaphology?)
মৃত্তিকা ও উদ্ভিদের সম্পর্ক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও আলোচনা মৃত্তিকাবিজ্ঞানের যে শাখায় করা হয় তাকে এডাফোলজি (Edaphology) বলে। মৃত্তিকায় কিভাবে উদ্ভিদ জন্মে তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণা করাই এ শাখার মূল উদ্দেশ্য।