তাজবিদ কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আল-কুরআনের প্রতিটি হরফকে মাখরাজ ও সিফাত অনুসারে বিশুদ্ধভাবে তিলাওয়াত করাকে তাজবিদ বলে।

তাজবিদ তথা সহিহ শুদ্ধভাবে কুরআন পাঠ করা ওয়াজিব। এটি সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত। তাজবিদ অনুযায়ী কুরআন না পড়লে পাঠকারী গুনাহগার হবে এবং নামায শুদ্ধ হবে না, অন্যদিকে সহিহ শুদ্ধভাবে কুরআন পড়লে বান্দা প্রভূত সম্মান ও মর্যাদার অধিকারী হয় এবং কিয়ামতের দিন এটি বান্দার জন্য সুপারিশ করবে। তাই তাজবিদ অনুযায়ী কুরআন পাঠ করা অত্যাবশ্যক।