রসায়ন প্রশ্ন ও উত্তর (পর্ব-৬)

প্রশ্ন-১. পােলার যৌগ কি?

উত্তর : যেসব যৌগ দ্রাবকে দ্রবীভূত অবস্থায় ধনাত্মক ও ঋণাত্মক আয়নে বিয়ােজিত হয় সেসব যৌগকে পােলার যৌগ বলে।

 

প্রশ্ন-২. তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে?

উত্তর : যে আইসোটোপগুলো বিভিন্ন ধরনের রশ্মি (α, β, γ) বিকিরণ করে অন্য মৌলের আইসোটোপে পরিণত হয়, তাকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে।

 

প্রশ্ন-৩. চুনাপাথরের সংকেত কি?

উত্তর : CaCO3

 

 

প্রশ্ন-৪. চিকিৎসাক্ষেত্রে কেন আইসোটোপ ব্যবহার করা হয়?

উত্তর : বিভিন্ন রোগ নির্ণয়ে ও নিরাময়ে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার করা হয়। ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করা যায় আইসোটোপের তেজস্ক্রিয় বিকিরণ ব্যবহার করে। এছাড়াও তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে ডাক্তারি যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা হয়।

এসব কারণেই চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

প্রশ্ন-৫. ফসফরাস পরমাণুর তৃতীয় কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে?

উত্তর : ৫টি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রশ্ন-৬. সালফারের ইলেকট্রন সংখ্যা কত?
উত্তর :
 ১৬।

প্রশ্ন-৭. দ্রবণ কাকে বলে?
উত্তর :
 দুই বা ততোধিক পদার্থ মিশ্রিত হয়ে যদি সমসত্ত্ব মিশ্রণ গঠন করে তবে সেই মিশ্রণকে দ্রবণ বলে। অর্থাৎ দ্রবণ হচ্ছে সমসত্ত্ব মিশ্রণ।

প্রশ্ন-৮. সেমি মাইক্রো অ্যানালাইটিক্যাল পদ্ধতি কি?
উত্তর :
 10 mg থেকে 100 mg এর কম পরিমাণ রাসায়নিক উপাদানের ক্ষেত্রে যে অ্যানালাইটিক্যাল পদ্ধতি অনুসরণ করা হয় তাই সেমি মাইক্রো অ্যানালাইটিক্যাল পদ্ধতি।

প্রশ্ন-৯. চুনের সংকেত কি?
উত্তর :
 CaO