যোনি কাকে বলে? শিশ্ন বা পুং লিঙ্গ কাকে বলে? এর কাজ কি?

 

 

 

 

 

 

 

 

 

 

যোনি কাকে বলে?
যোনি ৮-১০ সে.মি. লম্বা নলাকার খাদ, যা মূত্রনালির নিচ দিয়ে প্রসারিত থাকে তাকে যোনি বলে।

শিশ্ন বা পুং লিঙ্গ কাকে বলে? এর কাজ কি?
উত্তরঃ যে পেশিবহুল ও নরম অংশের মধ্য দিয়ে ইউরেথ্রা প্রসারিত হয় তাকে শিশ্ন বা পুং লিঙ্গ বলে। শিশ্ন কর্পোরা ক্যাভারনোসা ও কর্পোরা স্পনজিওসাম নামক স্থিতিস্থাপক পেশি দিয়ে গঠিত। শিশ্নের শীর্ষভাগকে গ্লান্স পেনিস বলে। এতে সবচেয়ে বেশি স্নায়ুর প্রান্তদেশ উন্মুক্ত। শিশ্ন দেহ দুই ধরনের উত্থানক্ষম কলা দ্বারা গঠিত। এ কলা দৃঢ় হলে শিশ্ন প্রসারিত হয়।

এর কাজ হচ্ছে- যৌন সঙ্গমে অংশগ্রহণ করে শুক্রাণুকে স্ত্রী জননতন্ত্রের ভিতরে প্রেরণ করানো