থাইলাকয়েড কি? কোষের পাওয়ার হাউস বলতে কী বোঝায়?

 

 

 

 

 

 

 

 

 

 

 

থাইলাকয়েড কি?
থাইলাকয়েড হচ্ছে ক্লোরোপ্লাস্টে গ্রানার এক একটি একক, যা দেখতে চ্যাপ্টা থলে আকৃতির।

কোষের পাওয়ার হাউস বলতে কী বোঝায়?
উদ্ভিদ ও প্রাণী কোষের অভ্যন্তরে যেখানে শক্তি উৎপাদনের যাবতীয় প্রক্রিয়াসমূহ (যেমন- ইলেকট্রন ট্রান্সপোর্ট, ক্রেবস চক্র ইত্যাদি) সংগঠিত হয় তাকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা কোষের পাওয়ার হাউস বলে। মাইটোকন্ড্রিয়া হল কোষের পাওয়ার হাউস।