অব্যয়ীভাব সমাস কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

 

 

‘অব্যয়’ অর্থ যার কোনো ব্যয় নেই। যে সমাসের পূর্বপদে অব্যয় পদ থাকে এবং সমস্তপদে অব্যয়ের অর্থই প্রধানরূপে প্রকাশ পায়, তাকে অব্যয়ীভাব সমাস বলে। যেমন : ভাতের অভাব = হাভাত, মিলের অভাব = গরমিল।

অব্যয়ীভাব সমাসের অব্যয় পদটি সামীপ্য, পর্যন্ত, বীপ্সা, সাদৃশ্য, যোগ্যতা, অভাব, পশ্চাৎ, বিরোধ, ঈষৎ, ক্ষুদ্র, অতিক্রান্ত, অনতিক্রম্যতা, প্রতিনিধিত্ব ইত্যাদি ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে থাকে।

ক. সামীপ্য অর্থে : কূলের সমীপে = উপকূল, কণ্ঠের সমীপে = উপকণ্ঠ, অক্ষির সমীপে = প্রত্যক্ষ।
খ. পর্যন্ত অর্থে : পা থেকে মাথা পর্যন্ত = আপাদমস্তক, জীবন পর্যন্ত = আজীবন, কণ্ঠ পর্যন্ত = আকণ্ঠ, সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত = আসমুদ্রহিমাচল।
গ. বীপ্সা অর্থে : দিন দিন = প্রতিদিন, রোজ রোজ = হররোজ, ক্ষণ ক্ষণ = অনুক্ষণ, বছর বছর = ফি-বছর।
ঘ. সাদৃশ্য অর্থে : বনের সদৃশ = উপবন, দ্বীপের সদৃশ = উপদ্বীপ, গ্রহের তুল্য= উপগ্রহ, ভাষার সদৃশ = উপভাষা।