শারীরবিদ্যা কাকে বলে? ক্যারােলাস লিনিয়াসকে দ্বিপদ নামকরণের জনক বলা হয় কেন?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

শারীরবিদ্যা কাকে বলে?
উত্তরঃ জীববিজ্ঞানের যে শাখায় জীবদেহের নানা অঙ্গপ্রত্যঙ্গের জৈবরাসায়নিক কার্যাদি এবং জীবের যাবতীয় শারীরবৃত্তীয় কাজের বিবরণ আলোচনা করা হয় তাকে শারীরবিদ্যা বলে।

ক্যারােলাস লিনিয়াসকে দ্বিপদ নামকরণের জনক বলা হয় কেন?
উত্তরঃ সুইডিশ বিজ্ঞানী ক্যারােলাস লিনিয়াস তার Systema Naturae গ্রন্থের ১০ সংস্করণে দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন এবং গণ ও প্রজাতির সংজ্ঞা দেন। তিনিই প্রথম ঐ গ্রন্থে জীবের পর্ব, শ্রেণি, বর্গ, পাত্র, গণ এবং প্রজাতির ধাপগুলাে ব্যবহার করেন। এজন্যই তাকে দ্বিপদ নাকরণের জনক বলা হয়