তরল স্ফটিক ও প্লাজমা কী?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

তরল স্ফটিক : তরল পদার্থের অণুসমূহের মধ্যে নির্দিষ্ট ত্রিমাত্রিক বিন্যাসক্রম থাকে না। অপরপক্ষে কেলাসাকার কঠিন পদার্থের অণুসমূহের মধ্যে নির্দিষ্ট ত্রিমাত্রিক বিন্যাসক্রম থাকে, তাই কঠিন পদার্থের প্রবাহ ধর্ম থাকে না। কিন্তু কঠিন পদার্থের দৃঢ়তার ধর্ম থাকে। এমন কিছু কেলাসাকার জৈব পদার্থ আছে তাদেরকে উত্তপ্ত করলে তারা সরাসরি কঠিন থেকে স্বচ্ছ তরলে রূপান্তরিত হওয়ার পূর্বে হঠাৎ একটি অস্বচ্ছ তরলে পরিণত হয়। এ অবস্থায় পদার্থটি তরলের মত কিছুটা প্রবাহ ধর্ম ও পৃষ্ঠটান ধর্ম এবং কঠিন কেলাস বা স্ফটিকের মত দৃঢ়তা ধর্ম ও আলোক ধর্ম প্রদর্শন করে। তাই পদার্থের এ অবস্থাকে তরল স্ফটিক অবস্থা বলা হয়।

প্লাজমা : অতি উচ্চ তাপমাত্রায় কোন পদার্থ গ্যাসীয় অবস্থার পর তাদের পরমাণু থেকে ইলেক্ট্রন ত্যাগ করে আয়নিত অবস্থায় থাকে। গ্যাসীয় অবস্থার পর ধনাত্মক আয়ন ও ইলেক্ট্রনের পাশাপাশি সঞ্চরণশীল ও বিদ্যুৎ নিরপেক্ষরূপে থাকার পদার্থের এরূপ অবস্থাকে প্লাজমা অবস্থা বলে। নিউক্লিয়ার ফিউশান গবেষণার ক্ষেত্রে বিভিন্ন নক্ষত্র ও সূর্যের পরিমণ্ডলে প্লাজমার উপস্থিতি জানা যায়।