ই-মেইল (E-mail) সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

 

 

 

 

 

 

 

 

 

প্রশ্ন-১. ই-মেইল শব্দের পূর্ণরূপ কি?

উত্তর : ই-মেইল শব্দের পূর্ণরূপ হচ্ছে– ইলেকট্রনিক মেইল।

 

প্রশ্ন-২. ই-মেইল অ্যাড্রেসে কয়টি ডট ব্যবহার করা যায়?

উত্তর : ১টি।

 

প্রশ্ন-৩. ই-মেইল ঠিকানায় @ এর পরে কী থাকে?

উত্তর : হোস্ট নেম।

 

 

প্রশ্ন-৪. ই-মেইল ঠিকানা খুলতে কী প্রয়োজন?

উত্তর : কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ।

 

প্রশ্ন-৫. Spam কোথায় থাকে?

উত্তর : ই-মেইল একাউন্টে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রশ্ন-৬. ই-মেইল খোলার সাইট কোনটি?
উত্তর :
 ইয়াহু ডট কম।

প্রশ্ন-৭. ই-মেইল ঠিকানা খুলতে প্রথমে কোন কাজটি করতে হয়?
উত্তর :
 Sign up-এ ক্লিক করতে হয়।

প্রশ্ন-৮. ই-মেইলের সাথে কোনো ফাইল সংযুক্ত করে পাঠাতে চাইলে কোনটির উপর ক্লিক করতে হয়?
উত্তর :
 Attach

প্রশ্ন-৯. ই-মেইল ঠিকানায় @ এর আগে কী থাকে?
উত্তর :
 ব্যবহারকারীর নাম।