রাজনৈতিক দল কি? রাজনৈতিক দলের লক্ষ্য ও বৈশিষ্ট্য।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

রাজনৈতিক দল হচ্ছে একটি দেশের জনগোষ্ঠীর সেই অংশ যারা একটি আদর্শ বা কিছু নীতি বা কর্মসূচির ভিত্তিতে রাষ্ট্রীয় সমস্যা সমাধানে সংগঠিত হয়। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হচ্ছে ক্ষমতায় গিয়ে দলের নীতি ও আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা এবং নির্বাচনি বাস্তবায়ন করা। রাজনৈতিক দল সকল ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, শ্রেণি-পেশা নির্বিশেষে সকলের স্বার্থে কাজ করে।

রাজনৈতিক দলের বৈশিষ্ট্য

রাজনৈতিক দলের বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো-

  • সংঘবদ্ধ জনসমষ্টিঃ রাজনৈতিক দল হচ্ছে কতকগুলো নীতি ও আদর্শের ভিত্তিতে সংঘটিত একটি জনসমষ্টি।
  • ক্ষমতা লাভঃ রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য নিয়মতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রক্ষমতা লাভের মাধ্যমে সরকার গঠন করা।
  • সুনির্দিষ্ট আদর্শ ও কর্মসূচিঃ প্রতিটি রাজনৈতিক দলের একটি আদর্শ ও সুনির্দিষ্ট কর্মসূচি।
  • প্রাতিষ্ঠানিক কাঠামো ও নেতৃত্বঃ প্রতিটি রাজনৈতিক দলের একটি প্রাতিষ্ঠানিক কাঠামো থাকে। দলের কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন কমিটি থাকে। তবে কেন্দ্রীয় নেতৃত্ব দ্বারা দল পরিচালিত হয়।
  • নির্বাচন সংক্রান্ত কাজঃ আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি, প্রার্থী মনোনয়ন, নির্বাচনে দলীয় কর্মসূচি প্রণয়ন, নির্বাচনি প্রচার ও ভোট সংগ্রহের কাজ করে থাকে।