হাইব্রিডাইজেশন কাকে বলে? সমাণুকরণ বলতে কি বুঝায়?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

হাইব্রিডাইজেশন কাকে বলে?
উত্তর : দুই বা ততোধিক ভিন্ন কিন্তু কাছাকাছি শক্তি সম্পন্ন অরবিটাল একত্রে মিলিত হয়ে, একই শক্তি সম্পন্ন সমান সংখ্যক নতুন অরবিটাল তৈরির প্রক্রিয়াকে সংকরণ বা হাইব্রিডাইজেশন বলে।

সমাণুকরণ বলতে কি বুঝায়?
উত্তর : যে বিক্রিয়ায় কোন যৌগের অণুতে পরমাণুসমূহ পুনর্বিন্যস্ত হয়ে অন্য সমাণু উৎপন্ন করে তাকে সমাণুকরণ বিক্রিয়া বলে।
উদাহরণ : অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিলে তা ইউরিয়ায় রূপান্তরিত হয় ।