সক্রিয় নাইট্রোজেন কি? দাহ্য রাসায়নিক পদার্থ কি কি?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সক্রিয় নাইট্রোজেন কি?
উত্তরঃ নাইট্রোজেন গ্যাসের মধ্যে বিদ্যুৎ ক্ষরণের ফলে নাইট্রোজেনের যে রূপভেদ পাওয়া যায় তা সাধারণ নাইট্রোজেন অপেক্ষা যথেষ্ট ক্রিয়াশীল বলে এরূপ নাইট্রোজেনকে সক্রিয় নাইট্রোজেন বলে। সক্রিয় নাইট্রোজেন অনেক রাসায়নিক বিক্রিয়া ঘটায়। যা সাধারণ নাইট্রোজেনের পক্ষে সম্ভব নয়। যেমনঃ সক্রিয় নাইট্রোজেনের সাথে লোহিত ফসফরাস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আর্সেনিক এর বিক্রিয়ায় এদের নাইট্রাইট গঠিত হয়।

দাহ্য রাসায়নিক পদার্থ কি কি?
উত্তরঃ আমরা প্রতিনিয়ত যে সব রাসায়নিক পদার্থ ব্যবহার করি তার মধ্যে অনেক পদার্থই দাহ্য। যেমনঃ অ্যালকোহল, পেট্রোল, মিথাইলেটেড স্পিরিট, অ্যারোসল, ইথাইন গ্যাস (অ্যাসিটিলিন), প্যারাফিন অয়েল, কেরোসিন, বেনজিন, ইথোক্সি ইথেন (ডাই ইথাইল ইথার), ইথানয়িক এসিড, প্রোপানোন, টলুইন, মিথেন, অ্যানিলিন, হাইড্রোজেন, বিউটেন, ইথানল, Zn-পাউডার, LiH, Na, NaH, LPG, CNG, LNG, LiAlH₄ ইত্যাদি।