পরোক্ষ ও প্রত্যক্ষ নির্বাচন কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

 

 

পরোক্ষ নির্বাচন : যে পদ্ধতিতে জনগণ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি বা একটি মধ্যবর্তী সংস্থা নির্বাচন করেন এবং এই নির্বাচিত জনপ্রতিনিধিগণ ভোট দিয়ে রাষ্ট্রপতি বা সংসদের সংরক্ষিত আসনের সদস্য নির্বাচন করেন, তাকে পরোক্ষ নির্বাচন বলে। যেমন– বাংলাদেশের রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি মধ্যবর্তী সংস্থা দ্বারা নির্বাচিত হন।

প্রত্যক্ষ নির্বাচন : যে নির্বাচন ব্যবস্থায় ভোটাররা সরাসরিভাবে তাদের প্রতিনিধি নির্বাচন করে, তাকে প্রত্যক্ষ নির্বাচন বলে। প্রত্যক্ষ নির্বাচনে ভোটার ও প্রতিনিধির মাঝখানে কোনো মধ্যবর্তী ভোটারের মাধ্যমে ভোট হয় না। শুধু একটি স্তরে নির্বাচন অনুষ্ঠিত হয়। যেমনঃ বাংলাদেশের আইনসভার সদস্যগণ সরাসরি সাধারণ ভোটারদের দ্বারা নির্বাচিত হন।