মোসলের সূত্র কি?
উত্তর : মোসলের সূত্রটি হলো– “পর্যায় সারণিতে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়।”
Si মৌলটি ধাতু না অধাতু?
উত্তর : যেসব মৌলে ধাতু ও অধাতু উভয় মৌলের বৈশিষ্ট্য বিদ্যমান তাদেরকে অপধাতু (Metalloid) বলে। Si মৌলটির ধাতব ও অধাতব উভয় বৈশিষ্ট্যই রয়েছে। পর্যায় সারণির যে কোনো পর্যায়ের মাঝামাঝিতে অর্থাৎ ধাতু ও অধাতুর মাঝে এদের অবস্থান।