মুনাফা হার কাকে বলে? মুনাফার হার নির্ণয়ের সূত্র কি?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

১০০ টাকার ১ বছরের মুনাফাকে মুনাফা হার বা শতকরা বার্ষিক মুনাফা বলে। যেমন, মুনাফা হার ৮% বলতে বুঝায় ১০০ টাকার ১ বছরের মুনাফা = ৮ টাকা এবং মুনাফা হার ৮% = ৮/১০০ অর্থাৎ মুনাফার সাথে ‘হার’ শব্দটি থাকলে তাকে ১০০ দিয়ে ভাগ করতে হয়। ‘%’ দ্বারা সবসময় ১০০ দ্বারা ভাগ বুঝায়।

মুনাফার হার নির্ণয়ের সূত্র

১. আসল = (বার্ষিক মুনাফা × ১০০) / (মুনাফার হার × সময়)

২. বার্ষিক মুনাফা = আসল × (বার্ষিক মুনাফার হার /  ১০০)

৩. বার্ষিক মুনাফার হার = (বার্ষিক মুনাফা × ১০০) /