নেটওয়ার্ক এডাপ্টার কি? (Network adapter in Bangla)

 

 

 

 

 

 

 

 

 

 

 

নেটওয়ার্ক এডাপ্টার কি? (What is Network adapter in Bengali?)

নেটওয়ার্ক এডাপ্টার হলো কম্পিউটার নেটওয়ার্কে ব্যবহৃত একটি ডিভাইস। এর সাহায্যে একটি কম্পিউটারকে নেটওয়ার্কে সংযুক্ত করা হয়। অর্থাৎ একটা কম্পিউটারকে সোজাসুজি নেটওয়ার্কের সাথে জুড়ে দেয়া যায় না। সেটা করার জন্য কম্পিউটারের সাথে একটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড (NIC) লাগাতে হয়। এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড হচ্ছে নেটওয়ার্ক এডাপ্টার।