কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমে, সুইচ (Switch) হাবের মত এক ধরণের নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস (Network Connectivity Device) যা মিডিয়া সেগমেন্টগুলোকে একটি কেন্দ্রীয় অবস্থানে নিয়ে একত্রিত করে। এটি একটি নেটওয়ার্ক ডিভাইস এবং একে LAN ডিভাইসও বলা হয়। একটি সুইচে কতগুলো ডিভাইস কানেক্ট করা যাবে তা সুইচের পোর্ট সংখ্যার উপর নির্ভর করে। সাধারণত LAN তৈরি করার ক্ষেত্রে এটি অধিক ঐ ডাটা সিগন্যাল প্রাপক কম্পিউটারের সবগুলো পোর্টেই পাঠায়। সুইচ MAC অ্যাড্রেস নিয়ে কাজ করে।
সুইচের সুবিধা (Advantages of Switch)
- ডেটার কলিশন সম্ভাবনা কমায়।
- ভার্চুয়াল ল্যান ব্যবহার করে ব্রডকাস্ট নিয়ন্ত্রণ করা সম্ভব।
- ডাটা ফিল্টারিং সম্ভব হয়।
- পোর্ট হাবের তুলনায় বেশি থাকে।
সুইচের অসুবিধা (Disadvantages of Switch)
- হাবের তুলনায় দাম কিছুটা কম।
- কনফিগারেশন জটিল।