দীপন ক্ষমতা কাকে বলে?
উত্তরঃ কোনো বিন্দু উৎস থেকে প্রতি সেকেন্ডে কোনো নির্দিষ্ট দিকে একক ঘনকোণে যে পরিমাণ আলোকশক্তি নির্গত হয় তাকে ঐ উৎসের দীপন ক্ষমতা বলে।
ক্ষেত্রফলের একক একটি যৌগিক একক কেন?
উত্তরঃ আমরা জানি, ক্ষেত্রফলের একক হলো কোনো বস্তুর দৈর্ঘ্য ও প্রস্থর এককের গুণফল। যেহেতু ক্ষেত্রফলের একক নির্ণয়ের জন্য দুটি এককের ওপর নির্ভর করতে হয়। তাই ক্ষেত্রফলের একক একটি যৌগিক একক।