হাকেল নীতিটি হলো– অ্যারোমেটিক যৌগের অণুতে (4n + 2) সংখ্যক পাই (π) ইলেকট্রন থাকে। এখানে, n = 0, 1, 2, 3…… পূর্ণ সংখ্যা। জৈব যৌগের অ্যারোমেটিসিটি এই নিয়ম অনুসরণ করে ব্যাখ্যা করা হয়।
অ্যারোমেটিসিটি কাকে বলে?
সঞ্চারণশীল π-ইলেকট্রনের উপস্থিতির কারণে অ্যারোমেটিক যৌগের মধ্যে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম প্রকাশ পায়। এই বৈশিষ্ট্যপূর্ণ ধর্মকে অ্যারোমেটিসিটি বলে। বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ ধর্মগুলো হলো– ১. বিশেষ প্রকৃতির অসম্পৃক্ততা; ২. অনুরণন বা রেজোন্যান্স; ৩. সঞ্চারণশীল π-ইলেকট্রন; ৪. ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া; ৫. হাকেল নীতি অনুসরণ; ৬. বিশেষ স্থায়িত্ব ইত্যাদি।