SQL এর পুরাে অর্থ হচ্ছে Structured Query Language। এটি একটি অনন্য শক্তিশালী ডেটা মেনিপুলেশন ও ডেফিনেশন ল্যাংগুয়েজ। SQL ১৯৭৪ সালে IBM এর San Jase Research Centre এ তৈরি করা হয়। SQL একই সময়ে এক একটি রেকর্ডকে প্রসেস না করে বরং এক সেট রেকর্ড প্রসেস করে। বর্তমানে SQL যে সকল কাজ করার জন্য ব্যবহৃত হয় তা হলাে ডেটা কুয়েরি করা, ডেটা সন্নিবেশ, আপডেট বা মুছে ফেলা, ডেটাবেজ অবজেক্ট তৈরি, সংশােধন বা মুছে ফেলা, ডেটাবেজ অবজেক্ট এ্যাকসেস নিয়ন্ত্রণ, ডেটাবেজ Consistency-এর নিশ্চয়তা প্রদান করা ইত্যাদি কাজ সম্পাদন করা যায়। ওয়েব ডাটাবেজ নিয়ে কাজ করতে হলে SQL সম্পর্কে ধারণা থাকা দরকার।