হিস্টেরেসিস লস কাকে বলে? তড়িৎ চালক শক্তি (EMF) বলতে কী বোঝায়?

 

 

 

 

 

 

 

 

 

 

 

হিস্টেরেসিস লস কাকে বলে?
উত্তর : কোনো পদার্থকে চুম্বকিত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, পদার্থটিকে বিচুম্বকন করলে সে পরিমাণ শক্তি ফিরে পাওয়া যায় না। অর্থাৎ কিছু পরিমাণ শক্তির অপচয় হয়। একে হিস্টেরেসিস লস বলে।

তড়িৎ চালক শক্তি (EMF) বলতে কী বোঝায়?
উত্তরঃ প্রতি একক আধানকে কোষ সমেত কোন বর্তনীর এক বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ঐ বিন্দুতে আনতে যে কাজ সম্পন্ন হয় অর্থাৎ কোষ যে তড়িৎ শক্তি সরবরাহ করে তাকে ঐ কোষের তড়িৎ চালক শক্তি (EMF) বলে।