মেলামাইন কি? মেলামাইনের ব্যবহার। What is Melamine in Bangla?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

মেলামাইন (Melamine) হচ্ছে এক প্রকার পলিমার। এর রাসায়নিক নাম পলি অ্যামাইড ক্রসলিংক থার্মোসেটিং। ইউরিয়া বা কার্বামাইডকে প্রভাবকের উপস্থিতিতে উত্তপ্ত করে মেলামাইন তৈরি করা হয়। এক্ষেত্রে প্রভাবক হিসেবে TiO2 ব্যবহার করা হয়।

মেলামাইনের ব্যবহার
গৃহস্থালির কাজে ব্যবহৃত কাপ, প্লেট, বাটিসহ অন্যান্য কোকারিজ তৈরি করতে মেলামাইন ব্যবহার করা হয়। আগুনরোধী কাপড় তৈরিতে মেলামাইন ব্যবহার করা হয়।