যে রাসায়নিক বিক্রিয়ায় বহুসংখ্যক মনোমার অণু রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়ে বৃহদাকার ও উচ্চ-আণবিক ওজনসম্পন্ন পলিমার অণু উৎপন্ন করে, তাকে পলিমারাইজেশন বিক্রিয়া বলে।
পলিমারাইজেশন বিক্রিয়া মূলত দুই প্রকার। যথা– (১) সংযোজন পলিমারাইজেশন বিক্রিয়া এবং (২) ঘনীভবন পলিমারাইজেশন বিক্রিয়া।