নিউমেরিক ডেটা হচ্ছে সংখ্যা বিষয়ক ডেটা। অর্থাৎ, যে সকল ডেটা দ্বারা কোন সংখ্যা বোঝানো হয় তাকে নিউমেরিক ডেটা বলে। যেমন- Roll No, Total marks হচ্ছে নিউমেরিক ডেটা।
একটি নিউমেরিক ডেটা কম্পিউটারের মেমোরিতে ২, ৪ বা ৮ বাইট জায়গা দখল করে৷ নিউমেরিক ডেটাকে দুই ভাগে ভাগ করা যায়। যথা–
(i) পূর্ণ সংখ্যা ডেটা (Standard Integer Data),
(ii) ভগ্নাংশ নিউমেরিক ডেটা (Floating Point Data)
SQL কে ডেটাবেসের হাতিয়ার বলা হয় কেন?
SQL বা Structured Query Language হলাে রিলেশনাল ডেটাবেস সিস্টেমের সুবিধাসমূহ কার্যকর করা এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে রিলেশনাল মডেল বাস্তবায়ন করার উদ্দেশ্যে ব্যবহৃত একটি ভাষা। SQL এর সাহায্যে ডেটাবেস থেকে কোনাে ডেটা রিট্রিভ, আপডেট, ইনসার্ট, ডিলিট ইত্যাদি কাজ করা সম্ভব। যেহেতু SQL ব্যবহার করে ডেটাবেসের সকল ডেটাকে প্রয়ােজন অনুযায়ী পরিবর্তন বা প্রদর্শন করা যায়। সেহেতু SQL কে ডেটাবেসের হাতিয়ার বলা হয়।