অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার শর্ত কি?

 

 

 

 

 

 

 

 

 

 

 

অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার একমাত্র শর্ত হলো, α-কার্বন পরমাণুতে অন্তত একটি হাইড্রোজেন পরমাণুর উপস্থিতি। অর্থাৎ যেসব অ্যালডিহাইড বা কিটোনে α-হাইড্রোজেন নেই, সেসব অ্যালডিহাইড ও কিটোন অ্যালডল বিক্রিয়া দেয় না। যেমন, অণুতে a-হাইড্রোজেন থাকায় ইথান্যাল, প্রোপান্যাল বা প্রোপানোন অ্যালডল বিক্রিয়া দেয়। আবার মিথান্যাল ও বেনজালডিহাইডে α-H না থাকায় তারা অ্যালডল বিক্রিয়া দেয় না।