উত্তর : রাইডার হল নির্দিষ্ট জানা ভরের একটি অতি সূক্ষ্ম ধাতব তারের বাকানো টুকরা যা ব্যালেন্স বীমের উপর দিয়ে চলাচল করতে পারে। প্রতিটি রাইডারের জন্য নির্দিষ্ট ভরের একটি স্থির সংখ্যাসূচক মান গণনা করা যায়। এ স্থির মান কে ওই রাইডারের জন্য ‘রাইডার ধ্রুবক’ বলে। রাইডার ধ্রুবক দ্বারা অতি সূক্ষ্ম ওজন করা সম্ভব।